Kashmiri Students Harassment
ক্লাউড টিভি : কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলার পরে গত কয়েকদিনে ভারতের নানা জায়গায় কাশ্মীরি মানুষদের হেনস্তা (Kashmiri Students Harassment), মারধর এমনকি হত্যার হুমকি দেওয়ারও খবর এসেছে। এ ধরনের হেনস্তা ও হুমকির মুখে পড়তে হচ্ছে মূলত কাশ্মীরি ছাত্র-ছাত্রীদের যারা অন্যান্য রাজ্যে পড়াশোনা করছেন। সামাজিক মাধ্যমগুলোতেও কাশ্মীরিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে। হেনস্তার ভয়ে অনেক কাশ্মীরি ছাত্র-ছাত্রী গত কয়েকদিন ধরে ঘরবন্দি হয়ে রয়েছেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছে কাশ্মীরি ছাত্রদের একটি সর্বভারতীয় সংগঠন। একই সঙ্গে মুসলমান-বিরোধী ঘৃণাও ছড়ানো হচ্ছে সামাজিক এবং গণমাধ্যমে।
বিশ্লেষকরা বলছেন, পহেলগাম হামলার পর থেকে কাশ্মীরি এবং মুসলমান-বিদ্বেষ ছড়ানোর পাশাপাশিই প্রবলভাবে মৌখিক আক্রমণ করা হচ্ছে ‘ধর্মনিরপেক্ষ’ মানুষদেরও।পহেলগামের হামলার জন্য ভারত সরকার পাকিস্তানের দিকে আঙুল তুলেছে, তাই ভারতের মানুষদের মধ্যেও পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে। নানা জায়গায় পাকিস্তানের পতাকাও পোড়ানো হচ্ছে।
পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ২৬টি পাকিস্তানি পতাকা পুড়িয়ে দিয়েছেন। আবার ত্রিপুরার আগরতলাতেও বিশ্ব হিন্দু পরিষদ পাকিস্তানের পতাকা পুড়িয়েছে।
৭২ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ: পাকিস্তানিদের সব ভিসা বাতিল, পরিষেবাও স্থগিত করল ভারত
পাহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলা: ভয়, আতঙ্ক ও নিরাপত্তা প্রশ্নে ফের উদ্বেগ
সামাজিক মাধ্যমগুলোর নানা ভিডিও তে দেখা যাচ্ছে যেখানে রাস্তায় মানুষের চলাচলের পথে পাকিস্তানের পতাকা পেতে দেওয়া হচ্ছে যাতে তার ওপর দিয়েই মানুষ চলাচল করতে পারেন।
গত কয়েকদিনে ভারতের বিভিন্ন রাজ্যে কাশ্মীরি ছাত্রদের ওপর হেনস্তা, মারধর এমনকি হত্যার হুমকির ঘটনা বেড়েছে। বিশেষ করে, পহেলগামে বন্দুকধারীদের হামলার পর এই ধরনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। কাশ্মীরি ছাত্ররা (Kashmiri Students Harassment) সামাজিক মাধ্যমে মুসলিম-বিরোধী মন্তব্যের শিকার হচ্ছেন এবং অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। সামাজিক মাধ্যমগুলোতে কাশ্মীরি ছাত্রদের বিরুদ্ধে মুসলিম-বিরোধী ঘৃণামূলক মন্তব্য ও পোস্ট বৃদ্ধি পেয়েছে। অনেক কাশ্মীরি ছাত্র সামাজিক মাধ্যমে তাদের নিরাপত্তাহীনতার কথা প্রকাশ করেছেন। বিভিন্ন রাজ্যে কাশ্মীরি ছাত্ররা ঘরবন্দি হয়ে পড়েছেন এবং তাদের ওপর আক্রমণের আশঙ্কা করছেন।
বিশ্লেষকরা বলছেন, পহেলগামে হামলার পর থেকে কাশ্মীরি এবং মুসলিম-বিরোধী ঘৃণার পাশাপাশি প্রবলভাবে মৌখিক আক্রমণ করা হচ্ছে ধর্মনিরপেক্ষ মানুষদেরও। ধর্মনিরপেক্ষতা ও সহনশীলতার প্রতি আক্রমণ বৃদ্ধি পেয়েছে, যা ভারতের সামাজিক ঐক্যকে ক্ষতিগ্রস্ত করছে।
ভারতের কেন্দ্রীয় সরকার কাশ্মীরি ছাত্রদের (Kashmiri Students Harassment) নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকারগুলোকে নির্দেশ দিয়েছে। রাজ্যগুলোর পুলিশ প্রশাসন কাশ্মীরি ছাত্রদের ওপর আক্রমণ ও হেনস্তার ঘটনা তদন্ত করছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তবে, অনেক কাশ্মীরি ছাত্র নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তাদের ওপর আক্রমণের ঘটনা অব্যাহত রয়েছে।
#KashmiriStudents #Harassment #India #PahalgamAttack #MuslimBash #Secularism #SocialUnity #CloudTVNews #IndiaNews
আরও পড়ুন :
পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতার মধ্যে সেনাপ্রধান আসিম মুনির ও বিলাওয়াল ভুট্টোর পরিবারের বিদেশযাত্রা
উদ্বোধনের আগেই চরম বিপত্তি! দীঘায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জগন্নাথ মন্দিরের গেট