ধুতি-গামছায় বিধায়ক: হাফহাতা গেঞ্জি, মাথায় গামছা, ধুতি পরে সাবমার্সিবল পাম্প উদ্বোধনে গ্রাম্য জনতার ভিড়ে মিশে গেলেন ড. অশোক লাহিড়ী।

দেশের একজন অন্যতম খ্যাতনামা অর্থনীতিবিদ হয়েও বিধায়ক হিসেবে তিনি নিজেকে পরিচয় দেন গ্রামের একান্ত আপনজন রূপে। আজ হিলি ব্লকের এক প্রত্যন্ত গ্রামে সাবমার্সিবল পাম্প উদ্বোধন করতে এসে সেই পরিচয়ই আরও দৃঢ় করলেন বালুরঘাটের বিধায়ক ড. অশোক কুমার লাহিড়ী। পোশাক-আচরণে সরল, অথচ কাজে সম্পূর্ণ আন্তরিক—এই রূপেই মানুষ তাঁকে ভালোবাসে।