Breaking News

Bangladesh

Bangladesh : ‘সংখ্যালঘু নির্যাতনের’ অভিযোগ তুলে আগরতলা–কলকাতায় বিক্ষোভ

সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবারও বিক্ষোভ হয়েছে। হিন্দুত্ববাদী সংগঠনসহ বেশ কয়েকটি দলের নেতা–কর্মী ও সমর্থকেরা এই বিক্ষোভ করেন।

Bangladesh minorities are being harassed

Bangladesh

ক্লাউড টিভি ডেক্স : বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবারও বিক্ষোভ হয়েছে। হিন্দুত্ববাদী সংগঠনসহ বেশ কয়েকটি দলের নেতা–কর্মী ও সমর্থকেরা এই বিক্ষোভ করেন।

এর আগে হিন্দু সংঘর্ষ সমিতিসহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা গত সোমবার ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালিয়েছিলেন। এ সময় তাঁরা বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেন।

বাংলাদেশে কারাবন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি দাবি ও ‘সংখ্যালঘু নির্যাতনের’ প্রতিবাদে গতকাল আগরতলায় বিক্ষোভ হয়।
আগরতলায় ‘সনাতনী যুব’ ব্যানারে বিক্ষোভ হয়। এ সময় বিক্ষোভকারীরা বাংলাদেশের আখাউড়া চেকপোস্টের দিকে এগোতে চাইলে, তাঁদের বাধা দেয় ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিক্ষোভে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা প্রতিমা ভৌমিক। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ‘দমন–পীড়ন’ এবং চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এ সময় চিন্ময় কৃষ্ণ দাসের দ্রুত মুক্তি চান তিনি।

ক্লাউড টিভির প্রতিনিধি জানান, গতকাল দক্ষিণ কলকাতার টালিগঞ্জ ফাঁড়ির সামনে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল হয়। ভারতের জাতীয় কংগ্রেস এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিলে নেতৃত্ব দেন দক্ষিণ কলকাতার কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় ও প্রদীপ প্রসাদ।

আরও পড়ুন : https://cloudtv.news/lifestyle/safety-against-air-pollution/

x (twitter) – https://x.com/cloudTV_NEWS

ad

আরও পড়ুন: