বিহার ভোট ২০২৫: প্রথম ধাপে ১২১ আসনে ভোট, মহাযুদ্ধের ময়দানে মহাগঠবন্ধন বনাম এনডিএ

বিহার বিধানসভা নির্বাচন ২০২৫ শুরু হয়েছে প্রথম দফার ভোটের মধ্য দিয়ে। মোট ১২১ আসনে ভোটগ্রহণ চলছে। তেজস্বী যাদবের মহাগঠবন্ধনের মোকাবিলায় সমরাট চৌধুরী-অমিত শাহ-নিতীশ কুমার জোট-নেতৃত্বাধীন এনডিএ মরিয়া। আগামী কয়েক দফায় আরও উত্তপ্ত হবে নির্বাচন লড়াই।