BiharVoterList
ক্লাউড টিভি ডেস্ক: বিহারে সদ্য প্রকাশিত খসড়া ভোটার তালিকা (BiharVoterList) ঘিরে রাজ্যের রাজনীতিতে আপাতত কোনও উত্তেজনার বাতাবরণ নেই। নির্বাচন কমিশন জানিয়েছে, এই তালিকা প্রকাশের পরে রাজ্যের কোনও রাজনৈতিক দলই এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ জানায়নি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৩ দিন আগে বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ২০২৫ সালের শেষে দেশের বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, তারই প্রস্তুতি হিসেবে এই তালিকা প্রকাশ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
কমিশনের দাবি, এখনো পর্যন্ত কোনও রাজনৈতিক দলই তালিকার স্বচ্ছতা, নাম বাদ যাওয়া বা নতুন নাম যুক্ত হওয়া নিয়ে কোনো ধরনের অভিযোগ করেনি। এটি কমিশনের জন্য এক ইতিবাচক সংকেত বলেই মনে করা হচ্ছে।
প্রত্যেকটি আবেদনের প্রেক্ষিতে সাত দিন পর যথাযোগ্য শুনানির ভিত্তিতে পদক্ষেপ করবেন কমিশনের আধিকারিকরা।নতুন ভোটারদের আবেদনও জমা পড়েছে। মোট ৪৩৭৪ জন নতুন ভোটার, যারা প্রথমবার ভোট দেবেন, তারা নাম তোলার জন্য আবেদন করেছেন।কমিশনের তথ্য অনুযায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১,৬০,৮১৩ জন বুথ লেভেল এজেন্ট সরকারিভাবে ড্রাফট ইলেক্টোরাল রোল বা খসড়া ভোটার তালিকা খতিয়ে দেখছেন।
Sukanta Majumdar : দুই জায়গায় ভোটার কার্ড? বিতর্কে বিজেপি রাজ্য সভাপতির স্ত্রী কোয়েল চৌধুরী
দালাই লামার উত্তরসূরী ঘিরে নতুন যুগের সূচনা? ধর্মশালায় উত্তাল রাজনৈতিক-আধ্যাত্মিক আবহ, চিনে উদ্বেগ
বিহারের নির্বাচন আধিকারিকেরা জানিয়েছেন, খসড়া তালিকা সম্পর্কে কোনো রকম সংশোধন বা আপত্তি জানাতে ভোটাররা নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন জানাতে পারবেন। এমনকি রাজনৈতিক দলগুলোও যদি পরবর্তীতে কোনো সমস্যা দেখতে পায়, তবে তারা কমিশনের কাছে বিস্তারিত অভিযোগ জানাতে পারবে।
বিশেষজ্ঞদের মতে, বিহারের রাজনীতিতে ভোটার তালিকা ঘিরে উত্তেজনা নতুন কিছু নয়। আগেও বহুবার অভিযোগ উঠেছে ভোটারদের নাম বাদ যাওয়া, মৃত ভোটারদের তালিকায় থাকা কিংবা একাধিকবার নাম থাকা নিয়ে। তবে এবার যেহেতু খসড়া তালিকা প্রকাশের পরে কোনো আপত্তি ওঠেনি, তাই নির্বাচন প্রক্রিয়া আপাতত শান্তিপূর্ণভাবেই এগোচ্ছে বলে অনুমান করা হচ্ছে।
এছাড়া কমিশনের তরফে জানানো হয়েছে, তারা অত্যাধুনিক সফটওয়্যার ও প্রযুক্তির মাধ্যমে তালিকায় সঠিকতা বজায় রাখার চেষ্টা করছেন, যাতে মিথ্যা বা ভুয়ো নাম তালিকায় না ঢুকে পড়ে।
আরও পড়ুন :
মাসে দেড় লাখ উপার্জন করা সাজাপ্রাপ্ত প্রাক্তন সাংসদ প্রজ্বল রেভান্ন এখন কারাগারে, রোজগার ৫৪০ টাকা!