Breaking News

Narendra Modi

মহারাষ্ট্রে যে ‘মোদিবিহীন’ ফর্মুলা কার্যকর হয়েছে, বাংলার ক্ষেত্রেও কি তেমনই ভাবছে গেরুয়া বাহিনী?

তাহলে কি ভোটের আগেই বাংলায় মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা হবে? খবর তেমনই। বিজেপি সূত্রের খবর, ইতিমধ্যেই এই বিষয়ে দলের অন্দরে প্রাথমিক আলোচনা হয়েছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই ব্যাপারে স্বাভাবিকভাবেই মুখে কুলুপ এঁটেছেন বিজেপির শীর্ষ নেতা-মন্ত্রীরা। 

Narendra Modi will not be face of 2026 bengal election

Narendra Modi

ক্লাউড টিভি ডেস্ক :  ২০১৪ সালের লোকসভা ভোটে বিজেপি নয়, জিতেছিলেন নরেন্দ্রভাই দামোদরদাস মোদি (Narendra Modi)।এরপর যেসব অ-বিজেপি রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে, তার প্রতিটিতেই নরেন্দ্র মোদির সেই জনপ্রিয়তাকে মূলধন করেছে গেরুয়া শিবির। অর্থাৎ, যে রাজ্যগুলিতে বিজেপি ক্ষমতায় নেই, সেখানে ভোটের আগে কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে দাঁড় করানো হয়নি। নির্বাচনে জিতলে মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করেছে বিজেপি।

২০২৪ লোকসভা ভোটের পর একটা সমীকরণ স্পষ্ট, যে হাওয়া ঘুরছে। তার প্রভাব পড়েছে একের পর এক বিধানসভা নির্বাচনে। তাই সঙ্ঘের দাওয়াই হিসেবে উল্লেখযোগ্যভাবে হরিয়ানা এবং মহারাষ্ট্রের ভোটে স্রেফ মুছে দেওয়া হয়েছিল নরেন্দ্র মোদিকে (Narendra Modi)। তিনি এসেছেন শুধুই অতিথি শিল্পী হিসেবে। কয়েকটি সভা করেছেন এবং ফিরে গিয়েছেন। আঞ্চলিক নেতা এবং সমস্যাকে সামনে রেখে জয় হাসিল করেছে বিজেপি। এবং সেইসঙ্গে প্রশ্ন উঠেছে মোদি-ম্যাজিকের অস্তিত্ব নিয়ে। মহারাষ্ট্রে যে ‘মোদিবিহীন’ ফর্মুলা কার্যকর হয়েছে, বাংলার ক্ষেত্রেও কি তেমনই ভাবছে গেরুয়া বাহিনী? বিজেপির শীর্ষ সূত্রে জানা যাচ্ছে, ২০২৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভার গুরুত্বপূর্ণ নির্বাচনে মোদিকে (Narendra Modi) সামনে রেখে ময়দানে নামার ‘প্রথা’ ভাঙতে পারে বঙ্গ ব্রিগেড। আর তা হবে বিজেপির শীর্ষ কেন্দ্রীয় পার্টির অনুমোদনক্রমেই। 

আরও পড়ুন :

Breaking : আমেরিকার শত্রু দেশে ভারতের দূতাবাস খোলার উদ্যোগ

বাগমুন্ডির পাহাড় আর অরণ্যের মাঝে অপরূপ সুন্দর খয়রাবেরিয়া (KHAIRABERA)

সেক্ষেত্রে বাংলায় মুখ্যমন্ত্রী মুখ খুঁজে বিধানসভা ভোটে যাওয়ার চেষ্টা শুরু হয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। তারা বুঝে গিয়েছে, শুধু হাওয়া দিয়ে লাভ হবে না। মুখ হিসেবে কাউকে দাঁড় করিয়ে মরিয়া ঝাঁপ দিতে হবে। 

তাহলে কি ভোটের আগেই বাংলায় মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা হবে? খবর তেমনই। বিজেপি সূত্রের খবর, ইতিমধ্যেই এই বিষয়ে দলের অন্দরে প্রাথমিক আলোচনা হয়েছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই ব্যাপারে স্বাভাবিকভাবেই মুখে কুলুপ এঁটেছেন বিজেপির শীর্ষ নেতা-মন্ত্রীরা। 

বিজেপির অন্দরে কিন্তু চর্চা চলছে, পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘মুখ’ খাড়া করতে হলে মহিলা পদপ্রার্থীই চাই। তবে হ্যাঁ, তাঁকে জনপ্রিয় এবং লড়াকুও হতে হবে। দলীয় চর্চায় এমন দু’জনের নাম এখনও পর্যন্ত খুঁজে পেয়েছে বিজেপি। একজন বিধায়ক, অন্যজন প্রাক্তন সাংসদ। যদিও আগ বাড়িয়ে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কাউকে ঘোষণা করে দিলে তা দলের পক্ষে হিতে বিপরীত হবে কি না, সেই প্রশ্নও উঠছে। কারণ শুধুমাত্র টিকিট বিলি নিয়েই বঙ্গ বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্বের যে সাম্প্রতিক ইতিহাস রয়েছে, মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা করে দিলে তাতে বিস্ফোরণ ঘটার আশঙ্কা রয়েছে দলের অন্দরে। 

Cloud TV x (twitter) – https://x.com/cloudTV_NEWS

ad

আরও পড়ুন: