মহারাষ্ট্রে যে ‘মোদিবিহীন’ ফর্মুলা কার্যকর হয়েছে, বাংলার ক্ষেত্রেও কি তেমনই ভাবছে গেরুয়া বাহিনী?

তাহলে কি ভোটের আগেই বাংলায় মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা হবে? খবর তেমনই। বিজেপি সূত্রের খবর, ইতিমধ্যেই এই বিষয়ে দলের অন্দরে প্রাথমিক আলোচনা হয়েছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই ব্যাপারে স্বাভাবিকভাবেই মুখে কুলুপ এঁটেছেন বিজেপির শীর্ষ নেতা-মন্ত্রীরা।