BLA
ক্লাউড টিভি ডেস্ক : স্বাধীনতাপন্থী সশস্ত্র বালুচ বিদ্রোহীদের (BLA) হাতে বন্দি ট্রেনের যাত্রীদের উদ্ধার করতে গিয়ে মৃত্যু হয়েছে অন্তত ১৫০ জন পাক সেনাকর্মীর! এমনই দাবি পাকিস্তানের প্রাক্তন সাংসদ আবদুল কাদির বালোচের। এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তাঁকে এমন দাবি করতে দেখা গিয়েছে। সেই সঙ্গেই তাঁর আরও দাবি, বিদ্রোহীদের হাতে এখন বন্দি রয়েছেন ১৮২ জন। অপহরণ করা ট্রেনের কাছে পৌঁছে গিয়েছে পাক নিরাপত্তাবাহিনী। মঙ্গলবার রাতে ঘটনাস্থল থেকে ধারাবাহিক ভাবে গুলির আওয়াজ আসতে শুরু হয়েছে বলেও সে দেশের সংবাদমাধ্যম ‘দ্য ডন’ জানিয়েছে। এই পরিস্থিতিতে স্বাধীনতাপন্থী সশস্ত্র বালুচ গোষ্ঠী (BLA) (বালুচ লিবারেশন আর্মি)-র হাতে অপহৃত শতাধিক রেলযাত্রীর প্রাণসংশয় হতে পারে বলে আশঙ্কা।
বালুচিস্তান প্রাদেশিক সরকার মঙ্গলবার রাতে জানিয়েছে, ‘উদ্ধারকারী দল’ (মনে করা হচ্ছে, যাঁদের মধ্যে পাক সেনার ‘স্পেশাল সার্ভিস গ্রুপ’-এর কমান্ডোরা রয়েছেন) ঘটনাস্থলের কাছে পৌঁছে গিয়েছেন। পাক সেনার দাবি, অন্তত ১৮২ জনকে পণবন্দি করেছেন বালুচ বিদ্রোহীরা (BLA)। ট্রেনের যাত্রী ২০ জন সেনা ও আধাসেনাকে খুনও করেছেন তাঁরা। প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ বালুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসকে মঙ্গলবার দখল করে বালুচ বিদ্রোহীরা।
‘রক্তবীজ 2’ (Raktabeej2)-তে তারকা চমক! অঙ্কুশ হাজরা এবার খলনায়কের ভূমিকায়
IPL 2025 New Rules – আইপিএল নতুন নিয়মে
সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, মঙ্গলবার বালোচিস্তান প্রদেশের কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারে যাচ্ছিল যাত্রীবাহী জাফার এক্সপ্রেস। পাক সেনাকর্মী থেকে শুরু করে নিরাপত্তা বাহিনীর অনেকেই ছিলেন ওই ট্রেনে। যাত্রার মাঝপথে আচমকাই চলন্ত ট্রেনে হামলা চালায় বালুচ বিদ্রোহীরা। জানা গিয়েছে, মাশকাফ, ধাদার এবং বোলানে পরিকল্পনা করেই হামলা চালানো হয়েছে। সব মিলিয়ে প্রায় সাড়ে চারশো ট্রেনে ছিলেন বলে জানা গিয়েছে। পরে জানা যায়, পণবন্দিদের মধ্যে থাকা সাধারণ নাগরিকদের ছেড়ে দেওয়া হয়েছে। বিদ্রোহীদের হাতে বন্দি হন ১৮২ জন।
উদ্ধারকারী সেনাদের আটকাতে রেললাইনের একাংশ উড়িয়ে দিয়েছেন বিদ্রোহী বালুচ যোদ্ধারা। বালুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ বলেন, ‘‘কাচ্চি বোলান জেলায় পেহরো কুনরি এবং গাদালারের মাঝামাঝি জায়গায় যাত্রিবাহী ট্রেনটি অপহরণ করা হয়।’’ এলোপাথাড়ি গুলি ছুড়তে ছু়ড়তে সশস্ত্র বালুচ বিদ্রোহীরা (BLA) ট্রেনের দখল নেন বলে তাঁর অভিযোগ। ঝটিতি কমান্ডো হানা ঠেকাতে পাহাড়ঘেরা ওই রেলপথের ৮ নম্বর সুড়ঙ্গের ভিতরে অপহৃত ট্রেনটিকে নিয়ে যায় বিদ্রোহীরা। আশঙ্কা করা হচ্ছে, ট্রেনে উচ্চক্ষমতা সম্পন্ন বিস্ফোরকও বসিয়েছেন তাঁরা। কাচ্চি বোলানের জেলা পুলিশ সুপার ওই এলাকার অদূরে ৬৫ নম্বর জাতীয় সড়কেও বালুচ বিদ্রোহীরা হানা দিতে পারেন বলে আশঙ্কা রয়েছে। পুরো এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তাবাহিনী।
Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS