Breaking News

China Pakistan Alliance

পহেলগাঁও হামলা ও চীন-পাকিস্তান ঐক্য: দক্ষিণ এশিয়ায় উত্তেজনার নতুন মোড়

চীন-পাকিস্তান ঐক্য দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে ভারসাম্যহীনতা সৃষ্টি করছে, যা ভারতের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

China Pakistan Alliance: Regional Security Impacts %%page%% %%sep%% %%sitename%%

China Pakistan Alliance

ক্লাউড টিভি : জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও এলাকায় সাম্প্রতিক হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা নতুন মাত্রা লাভ করেছে। এই প্রেক্ষাপটে চীন স্পষ্টভাবে পাকিস্তানের পক্ষে (China Pakistan Alliance) অবস্থান নেওয়ায় কূটনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

রবিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে আলাপ করেন। আলোচনার কেন্দ্রবিন্দু ছিল পহেলগাঁও হামলার জেরে উদ্ভূত অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি। ফোনালাপের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, চীন পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করছে (China Pakistan Alliance)।

চীন স্পষ্ট ভাষায় জানিয়েছে, তারা পাকিস্তানের “বৈধ নিরাপত্তা উদ্বেগ”কে পূর্ণ সমর্থন দেয় এবং সর্বক্ষণের কৌশলগত সহযোগী হিসেবে পাশে থাকবে। বিশ্লেষকদের মতে, ভারত যখন আক্রমণাত্মক অবস্থানে রয়েছে এবং সীমান্তে সামরিক প্রস্তুতি নিচ্ছে, তখন চীনের এমন অবস্থান পাকিস্তানের জন্য কূটনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

চীনের এই অবস্থান পাকিস্তান-ভারত সম্পর্কের নতুন জটিলতা সৃষ্টি করেছে। বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধ বা সীমিত সংঘাতের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এক্ষেত্রে চীন শুধুমাত্র কূটনৈতিক নয়, প্রয়োজনে সামরিকভাবে পাকিস্তানকে সহায়তা করতে পারে।

দক্ষিণ এশিয়ার রাজনীতি নিয়ে কাজ করা আন্তর্জাতিক গবেষকরা বলছেন, চীন কখনোই দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্য মেনে নেবে না। তাই পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে ভারতকে চাপে রাখাই চীনের দীর্ঘমেয়াদি কৌশল (China Pakistan Alliance)।

ভারতের কূটনৈতিক মহলে বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। এক উচ্চপদস্থ কূটনৈতিক সূত্র জানায়, ভারতের এখন সব ধরনের কৌশল নির্ধারণের ক্ষেত্রে ‘চীন ফ্যাক্টর’কে মাথায় রাখতে হবে। কারণ, পাকিস্তানের পেছনে চীন থাকলে যে কোনো সামরিক পদক্ষেপ জটিল আকার ধারণ করতে পারে।

চীনের ওপর ট্রাম্পের ১০৪ শতাংশ শুল্ক, বিশ্বজুড়ে এবার কী ঘটবে?

৭২ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ: পাকিস্তানিদের সব ভিসা বাতিল, পরিষেবাও স্থগিত করল ভারত

এদিকে ভারত সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে চীনের বিবৃতির জবাব দেওয়া হয়নি। তবে প্রতিরক্ষা ও পররাষ্ট্র দপ্তরের অভ্যন্তরীণ মহলে এই ঘটনাকে ‘গুরুতর’ বলে বিবেচনা করা হচ্ছে এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে।

উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর থেকেই ভারতের রাজনৈতিক মহলে পাকিস্তানকে দায়ী করে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। হামলায় একাধিক নিরাপত্তা সদস্য নিহত হওয়ার পর ভারত কঠোর জবাব দেওয়ার হুমকি দেয়।

সার্বিকভাবে, চীনের প্রকাশ্য সমর্থন দক্ষিণ এশিয়ার কৌশলগত সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। পাকিস্তানের পাশে দাঁড়িয়ে চীন (China Pakistan Alliance) যেখানে নিজের প্রভাব বিস্তারের কৌশল বলবৎ রাখছে, সেখানে ভারতকেও এখন দ্বিমুখী চাপের মধ্যে পড়ে সমাধান খুঁজতে হচ্ছে।

#PahalgamAttack #ChinaPakistanAlliance #IndiaPakistanTension #SouthAsiaGeopolitics

আরও পড়ুন :

পহেলগাম কান্ড : উত্তপ্ত ভারত -পাকিস্তান ক্রিকেট

মোহনবাগনের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন স্বপন সাধন বসু

ad

আরও পড়ুন: