SIRIssue OppositionProtest
ক্লাউড টিভি ডেস্ক : ভারতে নির্বাচনী ভোটার তালিকা সংশোধনের বিশেষ কর্মসূচি স্পেশাল ইনটেনসিভ রিভিশন (Special Intensive Revision—SIR) নিয়ে বিরোধী শিবিরে উত্তেজনা চরমে উঠেছে। আগামী কয়েক দিনে এই ইস্যুকে কেন্দ্র করে দেশজুড়ে বড় ধরনের গণআন্দোলনের প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস ও তাদের মিত্ররা (SIRIssue OppositionProtest)।
সোমবার দিল্লিতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের জরুরি বৈঠকে আন্দোলনের জাতীয় রূপরেখা নির্ধারণ হবে। বৈঠকে উপস্থিত থাকবেন—
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে
দলের শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী
বিভিন্ন প্রদেশ সভাপতি ও সাধারণ সম্পাদকরা
সূত্র জানাচ্ছে, এই বৈঠকের অন্যতম উদ্দেশ্য হলো বিহারের বিধানসভা নির্বাচন এবং পরবর্তী পর্যায়ে পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা ও তামিলনাড়ুতে SIR ইস্যুকে রাজনৈতিকভাবে কাজে লাগিয়ে বিরোধী শিবিরকে ঐক্যবদ্ধ করা।
গত বৃহস্পতিবার রাতে দিল্লিতে রাহুল গান্ধীর বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি পরামর্শ দেন—
“ইন্ডিয়া জোটের কেউই ‘স্যার’ ইস্যুতে সুর নরম করবে না। দেশজুড়ে একযোগে তীব্র বিক্ষোভ চালিয়ে যেতে হবে।”
এই বক্তব্যের পর বিরোধীদের পরিকল্পনায় গতি আসে।
রাশিয়ায় বিশ্বের প্রথম আন্তর্জাতিক ড্রোন টুর্নামেন্ট: পুরস্কার ৫০ লাখ রুবল
আগামীকাল জাতীয় নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেছে বিরোধী শিবির। কংগ্রেস ইতিমধ্যেই অন্যান্য দলকে যোগদানের আহ্বান জানিয়েছে। বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে যে, সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ‘ইন্ডিয়া’ জোট থেকে আলাদা হলেও আম আদমি পার্টি (আপ) এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।
সোমবারের ঘেরাও কর্মসূচিতে আপ সাংসদদের উপস্থিতি বিরোধী শিবিরে ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কংগ্রেসের প্রাথমিক উদ্যোগ ও তৃণমূলের সক্রিয় সমর্থন ‘স্যার’ বিরোধী আন্দোলনকে সারাদেশে ছড়িয়ে দিতে পারে। এই ইস্যু আগামী দিনের জাতীয় রাজনীতিতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করতে সক্ষম, বিশেষ করে যখন একাধিক রাজ্যে নির্বাচনের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন :
দ্রুতগতির ২০০ হেলিকপ্টার কিনছে ভারত: শেষ হতে চলেছে চেতক ও চিতা হেলিকপ্টারের যুগ
OPEN AI GPT-5 : কৃত্রিম বুদ্ধিমত্তায় নতুন অধ্যায়, চাপ বাড়ছে বিনিয়োগকারীর