“ব্রিটিশদের ভয়ে নেতাজি জার্মানিতে পালিয়ে যান”, বাম শাসিত কেরলে চতুর্থ শ্রেণির শিক্ষকদের হ্যান্ডবুকে ছাপা হয়েছিল এই তথ্য

কেরলে চতুর্থ শ্রেণির শিক্ষকদের হ্যান্ডবুকে ছাপা হয়েছিল— “ব্রিটিশদের ভয়ে জার্মানিতে পালান নেতাজি।” ব্যাপক সমালোচনার পর SCERT ভুল স্বীকার করে সংশোধন করেছে। দায়ীদের ভবিষ্যতের একাডেমিক কাজ থেকে বাদ দিয়েছে সরকার।