দলাই লামার ছদ্মবেশে পালানোর নাটকীয় ইতিহাস: তিব্বতের প্রাসাদ থেকে ভারতের অভিমুখে এক বিপজ্জনক যাত্রা

১৯৫৯ সালের ১৭ মার্চ রাতে তিব্বতের দলাই লামা একজন সৈন্যের ছদ্মবেশে তাঁর প্রাসাদ থেকে গোপনে বেরিয়ে পড়েন। দুই সপ্তাহ ধরে ভয়ংকর অভিযান শেষে তিনি ভারতে পৌঁছন। ভারত সরকার তাঁকে আশ্রয় দেয় এবং সেখান থেকেই শুরু হয় তিব্বতের নির্বাসিত সরকারের নতুন অধ্যায়।