Breaking News

Dilip Ghosh Marriage

কৌমার্য ভঙ্গ করে ঘর বাঁধছেন দিলীপ ঘোষ, পাত্রী রিঙ্কু মজুমদার—রাজনীতির রণাঙ্গন ছেড়ে সংসারের ময়দান!

একসময় রাজ্য বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় রাজনীতির গুরুত্বপূর্ণ অংশীদার দিলীপ এবার ব্যক্তিজীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন

Dilip Ghosh Marriage: A New Chapter Begins %%page%% %%sep%% %%sitename%%

Dilip Ghosh Marriage

ক্লাউড টিভি ডেস্ক : দীর্ঘ ছয় দশকের চিরকুমার জীবনের অবসান ঘটাতে চলেছেন রাজ্যের রাজনীতির এক ‘চিরতরুণ’ মুখ, দিলীপ ঘোষ। একসময় রাজ্য বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় রাজনীতির গুরুত্বপূর্ণ অংশীদার দিলীপ এবার ব্যক্তিজীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। শুক্রবার, নিউ টাউনের বাড়িতে ঘরোয়া অনুষ্ঠানে বিবাহবন্ধনে (Dilip Ghosh Marriage) আবদ্ধ হবেন তিনি ও রিঙ্কু মজুমদার।

এই বিয়ের ঘোষণা নিয়ে যেমন রয়েছে চমক, তেমনই রয়েছে আলোচনা, রাজনৈতিক প্রতিক্রিয়া, এমনকি কিছু বিরোধিতাও। কিন্তু সব কিছুকে পাশে সরিয়ে জীবনের শেষ পর্বে সাহসী এক সিদ্ধান্ত নিয়েছেন দিলীপ—সংসার ধর্মে প্রবেশের।


রাজনীতি থেকে প্রেম — কেকেআরের ম্যাচে ‘পাকা কথা’

দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের আলাপ হয় বিজেপির কাজের সূত্রেই। গত লোকসভা নির্বাচনে পরাজয়ের পর কিছুটা ভেঙে পড়েছিলেন দিলীপ। সেই সময় পাশে দাঁড়ান রিঙ্কু। তিনিই প্রথম সংসার গড়ার প্রস্তাব দেন। যদিও দিলীপ তখন রাজি হননি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মন বদলায়। সূত্রের খবর, ৩ এপ্রিল ইডেনে কেকেআর বনাম সানরাইজ়ার্স হায়দরাবাদ ম্যাচ দেখতে গিয়েই ‘পাকা কথা’ হয়। সেই দিন ক্লাব হাউসের ১১ নম্বর বক্সে বসেই দুই পরিবার সিদ্ধান্তে পৌঁছয়।

সঙ্ঘের আপত্তি, দলের শুভেচ্ছা

সূত্র বলছে, দিলীপের বিয়ের সিদ্ধান্তে সঙ্ঘ পরিবারের একাংশ অখুশি। এমনকি তাঁকে বোঝাতে দু’জন প্রতিনিধি দিলীপের বাড়িতেও যান। কিন্তু দিলীপ অনড়। তিনি স্পষ্ট করে জানান, সিদ্ধান্ত বদল সম্ভব নয়। অন্যদিকে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ, বিশেষত সুনীল বনসল এবং সতীশ ধন্দ তাঁকে আগাম শুভেচ্ছা জানাতে বৃহস্পতিবারই দিল্লি থেকে চলে আসেন কলকাতায়।

আমাজন প্রতিষ্ঠাতা বেজোসের বিয়ে, বিলাসবহুল সব হোটেল বুকড, প্রমোদতরি নিয়ে বিপত্তি

বলিউড অভিনেতা অরুণোদয় সিং-এর অদ্ভুত বিবাহবিচ্ছেদ, কারণ এক পোষ্য কুকুর!

দিলীপের বিয়ের পরবর্তী রাজনৈতিক প্রভাব?

বিয়ের সিদ্ধান্ত নিতে দিলীপ প্রথমে রাজি হননি রাজনৈতিক ব্যস্ততার কারণেই। ঘনিষ্ঠরা বলছেন, দিলীপ মনে করতেন, তিনি আবার রাজ্য সভাপতির পদে ফিরতে পারেন। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের ‘স্থিতাবস্থা’ বজায় রাখার ইঙ্গিতে তিনি অবশেষে নিজের জীবনের দিকে মন দেন।

রিঙ্কু মজুমদার বিবাহবিচ্ছিন্না, এক পুত্রসন্তানের মা। ছেলে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরত। দিলীপের মা, যিনি তাঁর সঙ্গেই থাকেন, চাইছিলেন ছেলেকে সংসারী (Dilip Ghosh Marriage) করতে। বিয়ের সিদ্ধান্তে মা-ও অত্যন্ত খুশি।


বিয়ে নিয়ে মুখ খোলেন দিলীপ

বৃহস্পতিবার যখন দিলীপের বিয়ে নিয়ে গুঞ্জন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, তখন সংবাদমাধ্যম সরাসরি প্রশ্ন করে তাঁকে। দিলীপের উত্তর, ‘‘কেন, আমি কি বিয়ে করতে পারি না নাকি? বিয়ে করা কি অপরাধ নাকি?’’ যদিও তিনি সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ কিছুই বলেননি, কিন্তু তাঁর কৌশলী ভঙ্গিমায় বিষয়টি আরও স্পষ্ট হয়ে যায়।

বিয়ের আয়োজন (Dilip Ghosh Marriage)  একেবারে ঘরোয়া, দিলীপের মতে, “আমি আড়ম্বরে বিশ্বাসী নই।” আমন্ত্রিতরাও মূলত দুই পরিবারের নিকটজন।


#দিলীপঘোষবিয়ে
#সংসারীহচ্ছেরাজনীতি
#রিঙ্কুরসঙ্গেনতুনজীবন

আরও পড়ুন :

Vinod Kambli : মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন গাভাস্কার

SSC case : ‘যোগ্য’ শিক্ষকরা ফিরবেন স্কুলে, বাদ পড়ছেন অশিক্ষক কর্মীরা — শর্তসাপেক্ষে সুপ্রিম কোর্টের নির্দেশ

আরও আপডেটের জন্য চোখ রাখুন ক্লাউড টিভি-তে!

ad

আরও পড়ুন: