DilipGhoshWedding
নিউটাউন, কলকাতা: রাজনীতির মাঠের বর্ষীয়ান নেতা, প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আজ জীবনের নতুন ইনিংসে পা রাখতে চলেছেন। বিয়ের সাজে সাজসাজ রব নিউটাউনের তাঁর বাড়িতে। কনে রিঙ্কুদেবী টুকটুকে লাল শাড়ি পরে যখন পার্লার থেকে রওনা হলেন দিলীপ ঘোষের বাড়ির উদ্দেশে, তখন এক ঝলকে যেন কলকাতার রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু ঘুরে দাঁড়াল ‘দিলীপ-রিঙ্কুর বিয়ে’।
এই বিয়ে শুধু একটি ব্যক্তিগত অনুষ্ঠান নয়, বাংলার রাজনৈতিক পরিমণ্ডলেও এক নতুন কৌতূহলের জন্ম দিয়েছে। কারণ রিঙ্কুদেবী নিজেই জানিয়েছেন, তিনি আগে থেকেই রাজনীতির ময়দানে ছিলেন। তাঁদের পরিচয় ও প্রেমকাহিনী এখন সংবাদ শিরোনামে।
Jeet:”বাংলায় কাজ করাটাই আমার জন্য বেশি চ্যালেঞ্জিং।”এ কথা কেনো বললেন সুপারস্টার জিৎ?
কৌমার্য ভঙ্গ করে ঘর বাঁধছেন দিলীপ ঘোষ, পাত্রী রিঙ্কু মজুমদার—রাজনীতির রণাঙ্গন ছেড়ে সংসারের ময়দান!
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, তৃণমূল নেতা কুণাল ঘোষের একটি ফেসবুক পোস্ট থেকেই প্রথম ছড়িয়ে পড়ে বিয়ের খবর। পোস্টটি ছিল যতটা সরস, ততটাই স্পষ্ট—“দিলীপ ঘোষ বিয়ে করছেন!” তারপর থেকেই শুরু হয় গুঞ্জন।
বৃহস্পতিবার রাত বাড়তেই প্রকাশ্যে আসে রিঙ্কুদেবীর পরিচয়। তিনি নিজেই জানান, দিলীপ ঘোষই তাঁকে প্রথম বিয়ের প্রস্তাব দেন। শুক্রবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিঙ্কু বলেন, “দিলীপবাবু প্রেমিক হিসেবে ১০০ তে ১০০!”
বিয়ের দিন দিলীপ ঘোষকে দেখা গেল সাদা পাঞ্জাবিতে, আর কনে রিঙ্কুদেবী এলেন টুকটুকে লাল শাড়িতে—রং একদম জমজমাট লাল-সাদা।
দুপুর থেকে বাড়িতে উপস্থিত হন বিজেপির শীর্ষ নেতারাও। প্রথমে আসেন রাহুল সিনহা, শুভেচ্ছা জানিয়ে বলেন, “নেতা হিসেবে উনি ছিলেন দুর্দান্ত, এবার জীবনে আরও একটা নতুন দায়িত্ব নিচ্ছেন—প্রার্থনা করি, সুখী হোন।”
উপস্থিত ছিলেন দিলীপ ঘোষের মা পুষ্পলতাদেবী-ও। পারিবারিক সূত্রে জানা গেছে, এই বিয়ের সিদ্ধান্ত মূলত তাঁর ইচ্ছাতেই।
পার্লার থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের উদ্দেশে রিঙ্কু বলেন, “দয়া করে একটু রাস্তা করে দিন, লগ্ন পেরিয়ে যাবে!”
তাঁর মুখে ছিল চিরাচরিত লাজুক বধূর হাসি, কিন্তু আত্মবিশ্বাসী কণ্ঠে জানালেন, “রাজনীতিতে আমি আগে এসেছি, কিন্তু জীবনের মঞ্চে আজ দিলীপবাবুর হাত ধরে নতুন যাত্রা শুরু করছি।”
#DilipGhoshWedding #RinkuDevi #BengalPolitics #LoveInPolitics #RedWhiteWedding #NewtownCeremony #DilipWedsRinku #CloudTVExclusive #PoliticalLoveStory
আরও পড়ুন :
এবারে বিধানসভায় পারফর্ম করবেন সায়ন্তিকা-লাভলি-অদিতি
‘অতি উত্তম’ এর হাত ধরে সৃজিত মুখোপাধ্যায় পেল লিমকা বুক অফ ইন্ডিয়ান রেকর্ডসে এন্ট্রি