Breaking News

Donald Trump 100 Days

মঙ্গলবার একশ দিন পার করলেন ডোনাল্ড ট্রাম্প, অতিষ্ঠ বিশ্ব

মার্কিন যুক্তরাষ্ট্রে গত ৭০ বছরে কোনো প্রেসিডেন্টের ক্ষেত্রে এমন পতন দেখা যায়নি বলে জানিয়েছেন সিএনএন

Donald Trump 100 Days: A Global Impact %%page%% %%sep%% %%sitename%%

Donald Trump 100 Days

ক্লাউড টিভি:  মঙ্গলবার একশ দিন পার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ১০০ দিনেই তিনি অতিষ্ঠ করে তুলেছেন গোটা দুনিয়াকে। তিনি একদিকে যেমন গুঁড়িয়ে দিয়েছেন যুদ্ধ বন্ধের স্বপ্ন তেমনি অন্যদিকে চীনে চড়া শুল্কারোপ করে বিশ্বের অর্থনৈতিক অঙ্গনে সৃষ্টি করেছেন এক বিশিঙ্খল পরিবেশ। উসকে দিয়েছেন বাণিজ্য যুদ্ধ। ছাড়েন নি ইরানকেও। ব্যাপক চাপ প্রয়োগের চেষ্টা চালাচ্ছেন দেশটিতে। এক কথায় তাঁর একশ দিনের রাজত্বে পুরো বিশ্বকেই ঠেলে দিয়েছেন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে।

শুধু শুল্ক কিংবা বৈদেশিক সহায়তার ক্ষেত্রেই ট্রাম্প যে আগ্রাসী হয়ে উঠেছেন তা নয়, তিনি একযোগে যুক্তরাষ্ট্রের সাংবিধানিক কাঠামো, শিক্ষাব্যবস্থা এবং পরিবেশ নীতি পর্যন্ত টালমাটাল করে তুলেছেন। যার জেরে জনপ্রিয়তাতেও ব্যাপক ধস নেমেছে তার। যেভাবে তিনি তাঁর ক্ষমতা বিস্তারে বেপরোয়া পদক্ষেপ নিয়েছেন আর রাজনৈতিক প্রতিশোধের হুমকি ছাড়িয়েছেন তাতে শুধু মার্কিনিরাই নন, সমালোচনা হচ্ছে গোটা বিশ্বে।

ট্রাম্প একযোগে ১৪০টির বেশি নির্বাহী আদেশে সই করেছেন। যার মধ্যে আছে – *জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের প্রস্তাব, *বিশ্ববিদ্যালয় এবং আইন সংস্থাগুলোর বিরুদ্ধে আক্রমণ, *পরিবেশ নীতি প্রত্যাহার, *মেগা-বিলিয়নেয়ার ইলন মাস্কের মাধ্যমে ফেডারেল ব্যুরোক্রেসি ভেঙে দেওয়া, এবং বেশির ভাগ দেশের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক বাণিজ্য অভিযান চালানো অন্তর্ভুক্ত। এর ফলে রাজনৈতিক অঙ্গনে বিভাজন আরও গভীর করেছেন তিনি। যার জেরে মাত্র ১০০ দিনের মধ্যেই সারা বিশ্ব জুড়ে নানা সমালোচনা মুখে পড়েছেন ট্রাম্প। এর ফলে দেশজুড়ে তার জনপ্রিয়তায় ধ্বস নেমেছে। তাঁর জনপ্রিয়তা নেমে এসেছে মাত্র ৪১ শতাংশে।

মার্কিন যুক্তরাষ্ট্রে গত ৭০ বছরে কোনো প্রেসিডেন্টের ক্ষেত্রে এমন পতন দেখা যায়নি বলে জানিয়েছেন সিএনএন।

ট্রাম্পের ওপর গোটা বিশ্ব অসন্তুষ্ট হলেও নিজের ওপর বেশ সন্তষ্ট মার্কিন এই মার্কিন প্রেসিডেন্ট। তাই তো ১০০ দিন উদযাপনের প্রস্তুতিও নিচ্ছেন তিনি। নিজের দ্বিতীয় মেয়াদের প্রথম ১০০ দিন উপলক্ষ্যে মঙ্গলবার মিশিগানে একটি প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যেখানে নভেম্বরের নির্বাচনে বিজয়ী হয়েছিলেন তিনি।

#Donaldtrump #100days #USPresident #lossingpopularity

আরও পড়ুন :

আজ দীঘায় জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন, গীতিকার ও সুরকার হিসেবে নতুন রূপে মমতা বন্দ্যোপাধ্যায়

শাহরুখ এবার মার্ভেলের সুপারহিরো? ‘বাদশা’র হলিউড যাত্রায় সুনামি নেটপাড়ায়!

ad

আরও পড়ুন: