SIR ঘিরে নড়েচড়ে বসল নির্বাচন কমিশন, BLOদের জন্য জারি হল একাধিক নির্দেশ

“নির্বাচন কমিশন জানিয়েছে, এসআইআর শুরু হলে যাবতীয় ক্ষমতায় থাকবে কমিশনের হাতে। ফলে এসআইআরের সঙ্গে যুক্ত কোনও কর্মী-আধিকারিককে বদলি করা যাবে না। এই মর্মে নোটিস জারি করতে চলেছে কমিশন।”