fatma hassona
ক্লাউড টিভি ডেস্ক: মর্মান্তিক! যার সিনেমা আর এক মাস বাদে দেখানো হবে কান চলচ্চিত্র উৎসবে, তিনিই হারিয়ে গেলেন গাজায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায়। বুধবার নিহত হয়েছেন ফিলিস্তিনি ফটোসাংবাদিক ফাতমা হাসোনা (Fatma Hassona)। তিনি একটি ডকুমেন্টারি ফিল্মে কাজ করছিলেন। যা আগামী মে মাসে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার কথা।
ফাতমা হাসোনা (Fatma Hassona) মাত্র ২৫ বছর বয়সী। তিনি ইসরায়েলি হামলায় নিহত সাধারণ মানুষের ছবি তোলার জন্য পরিচিত ছিলেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ফিল্মের পরিচালক সেপিদেহ ফারসি। ফারসি বলেছেন, হাসোনা তার বাড়িতে পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে নিহত হন।
ফারসি বলেছেন,কয়েক মাস আগে ফাতমার বাগদান হয়েছিল। কিছুদিন আগেই তিনি ফাতমা এবং তার পরিবারের সঙ্গে কথা বলেছিলেন। ফারসি বলেছেন, ‘একজন বোন গর্ভবতী ছিল। দুই দিন আগে ভিডিও কলে ওরা আমায় বাচ্চার পেট দেখিয়েছিল। এটা খুবই ভয়ানক আর হৃদয়বিদারক।’
‘পুট ইয়োর সোল অন ইয়োর হ্যান্ড অ্যান্ড ওয়াক’ সিনেমায় কাজ করেছিলেন তিনি। সেটা কান চলচ্চিত্র উৎসবে দেখানোর জন্য নির্বাচিত হয়। সে খবরটা পেয়েছিলেন মাত্রই। ফাতমাকে কীভাবে কান উৎসবে নিয়ে যাওয়া যায়, সে তদবির করছিলেন ফারসি। সেখান থেকে কীভাবে গাজায় ফেরত আসবেন, তা নিয়ে ভাবনায় ছিলেন ফাতমা।
এই সিনেমাটি মূলত একটি ১১০ মিনিটের ডকুমেন্টারি। এটি ইসরায়েলের গাজা হামলা শুরুর পর প্রায় এক বছরের মতো সময় ধরে ফারসি এবং হাসোনার (Fatma Hassona) মধ্যে চলা কথোপকথনকে তুলে ধরে।
এসিআইডির ওয়েবসাইটে ফিল্মের বিবরণে ফারসি বলেছেন, ‘এই ফিল্ম এক জানালা, যা খুলেছে ফাতমার সঙ্গে এক অলৌকিক সাক্ষাতে। এটি চলমান গণহত্যার দৃশ্য আমাদের সামনে তুলে ধরে।’ ফারসি এখন ভাবছেন, এই সিনেমায় কাজ করার জন্যই কি হাসোনাকে টার্গেট করা হয়েছিল?
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর কমিশনার জেনারেল ফিলিপে লাজারিনি এক বিবৃতিতে বলেছেন, ‘ফিলিস্তিনি সাংবাদিকরা বীরত্বের সঙ্গে কাজ করে চলেছে, কিন্তু এর জন্য তাদের ভয়ংকর মূল্য দিতে হচ্ছে। এখন পর্যন্ত ১৭০ জন সাঙবাদিক নিহত হয়েছেন।’ জাতিসংঘ আবার জানিয়েছে, গাজায় মোট ২০৯ জন সাংবাদিক নিহত হয়েছেন, যাঁরা কেউ ডিউটিতে, কেউ বা বাড়িতে ছিলেন। তাদের মধ্যেই একজন ফাতেমা (Fatma Hassona)।
আরও পড়ুন :
এবারে বিধানসভায় পারফর্ম করবেন সায়ন্তিকা-লাভলি-অদিতি
‘অতি উত্তম’ এর হাত ধরে সৃজিত মুখোপাধ্যায় পেল লিমকা বুক অফ ইন্ডিয়ান রেকর্ডসে এন্ট্রি