Breaking News

Firhad Hakim hidco

Breaking : সরানো হল ফিরহাদকে (Firhad Hakim), আপাতত হিডকোর (HIDCO)কাজ নিজেই দেখবেন মুখ্যমন্ত্রী

কলকাতার মেয়র ও রাজ্যের পুর ও নগরেন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) হিডকোর (Hidco) চেয়ারম্যানের পদ থেকে সরানো হল। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়। তারপরে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আপাতত হিডকোর কাজ নিজেই দেখবেন মুখ্যমন্ত্রী।

Firhad Hakim is removed from the post of HIDCO chairmain

Firhad Hakim Hidco

ক্লাউড টিভি ডেস্ক :  কলকাতার মেয়র ও রাজ্যের পুর ও নগরেন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) হিডকোর (Hidco) চেয়ারম্যানের পদ থেকে সরানো হল। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়। তারপরে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আপাতত হিডকোর কাজ নিজেই দেখবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে এই খবর জানা গিয়েছে।

প্রসঙ্গত, ২০২৬ সালে রাজ্যে পরবর্তী বিধানসভা ভোট। তার আগে পুর নির্বাচন রয়েছে। রাজনৈতিক ও সাংগঠনিক কাজে তাঁকে আরও বেশি ব্যবহার করার জন্য এই অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল বলে তৃণমূল সূত্রের দাবি। বিশেষ করে সংখ্যালঘু এলাকায় তৃণমূলের এই হেভিওয়েট নেতাকে আরও বেশি ব্যবহার করার ভাবনা।

x (twitter) –https://x.com/cloudTV_NEWS

উল্লেখ্য, হিডকো রাজ্যে নগরায়নে খুব গুরুতত্বপূর্ণ সরকারি সংস্থা। আবাসন প্রকল্প সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের তত্বাবধানে থাকে এই সংস্থা। বিশেষ করে নিউটাউনের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।এর আগে আইএএস সঞ্জয় বনশল হিডকোরে এমডি ছিলেন। কিছুদিন আগেই বনশলকে সরিয়ে সেই দায়িত্ব দেওয়া হয় শশাঙ্ক শেট্টিকে।

তবে ইতিমধ্যে রাজনৈতিক মহলে নানা মন্তব্য শোনা যাচ্ছে। সম্প্রতি ফিরহাদ হাকিমের(Firhad Hakim) বিতর্কিত মন্তব্যের জেরে না কি তাঁকে সরিয়ে দেওয়া হল। তবে তৃণমূল সূত্রের দাবি, বিষয়টি তা নয়। সংগঠনের কাজে বেশি ব্যবহার করানোর ভাবনা থেকেই এই উদ্যোগ।

Firhad Hakim: ‘ফিরহাদকে কি তবে দল থেকে বহিষ্কার করবে TMC?’

প্রতিদিন কলা খেলে আপনি যে উপকার পাবেন

ad

আরও পড়ুন: