Breaking : সরানো হল ফিরহাদকে (Firhad Hakim), আপাতত হিডকোর (HIDCO)কাজ নিজেই দেখবেন মুখ্যমন্ত্রী

কলকাতার মেয়র ও রাজ্যের পুর ও নগরেন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) হিডকোর (Hidco) চেয়ারম্যানের পদ থেকে সরানো হল। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়। তারপরে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আপাতত হিডকোর কাজ নিজেই দেখবেন মুখ্যমন্ত্রী।