ক্যামেরা বিক্রি করে সন্তানদের জন্য রুটি জোগাচ্ছেন গাজার সাংবাদিক

গাজার ফ্রিল্যান্স সাংবাদিক বশির আবু আলশায়ের সন্তানদের অনাহার মেটাতে নিজের একমাত্র জীবিকার উপকরণ—ক্যামেরা বিক্রি করেছেন। চলমান ইজরায়েলি অবরোধ ও সংঘাতে সাংবাদিকদের আয় প্রায় বন্ধ হয়ে গেছে, ফলে তারা বেঁচে থাকার জন্য ব্যক্তিগত জিনিসপত্র বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আন্তর্জাতিক মহল এই পরিস্থিতিকে সাংবাদিকতার স্বাধীনতার জন্য গুরুতর হুমকি বলে সতর্ক করেছে।