Breaking News

GazaOnFire

বোমা বিস্ফোরনে জ্বলছে গাজা, সৌদি আরবের পবিত্র মদিনা শহরের নিকটে ডিজে পার্টি! আরব দুনিয়ার নীরবতা নিয়ে ক্ষোভে ফুঁসছে নেটিজেনরা

যখন গাজার শিশু কাঁদছে একমুঠো খাবারের জন্য, যখন বিধ্বস্ত পরিবার খুঁজছে প্রিয়জনদের নিথর দেহ, তখন কীভাবে সম্ভব এমন উৎসব?

GazaOnFire: The Humanitarian Crisis Unfolding %%page%% %%sep%% %%sitename%%

GazaOnFire

ক্লাউড টিভি ডেস্ক : একদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর অব্যাহত বর্বর হামলা (GazaOnFire), অন্যদিকে সৌদি আরবের মরুভূমিতে ডিজে পার্টির আয়োজন—এই বৈপরীত্য নিয়ে ক্ষোভে ফুঁসছে গোটা মুসলিম বিশ্ব। প্রশ্ন উঠছে, যখন গাজার শিশু কাঁদছে একমুঠো খাবারের জন্য, যখন বিধ্বস্ত পরিবার খুঁজছে প্রিয়জনদের নিথর দেহ, তখন কীভাবে সম্ভব এমন উৎসব?

গত দুই বছরের বেশি সময় ধরে গাজায় (GazaOnFire) চলছে ভয়াবহ মানবিক বিপর্যয়। প্রতিদিনই ইসরাইলি বোমার আঘাতে মারা যাচ্ছে অসংখ্য নিরীহ মানুষ। হাসপাতাল, মসজিদ, বিদ্যালয়—কিছুই রক্ষা পাচ্ছে না নেতানিয়াহুর সেনাদের আক্রমণ থেকে। চিকিৎসা, খাবার, পানি এমনকি আশ্রয়ের অভাবে কাতরাচ্ছে লাখ লাখ ফিলিস্তিনি। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একটুখানি বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে এই জনগোষ্ঠী।

ঠাকুরপুকুর দুর্ঘটনা: ঋতুপর্ণা সেন মুখ খুললেন, বললেন ‘আমি ট্রমার মধ্যে আছি’

আর্থিক সঙ্কটে ধুঁকছে সরকার, কর্মচারিদের বেতনের দিন পিছোচ্ছে

এই মানবিক ট্র্যাজেডির মধ্যেই সৌদি আরবের পবিত্র মদিনা শহরের নিকটে আল-উলার জাবাল আল-ফিল অঞ্চলে আয়োজন করা হয়েছে ডিজে পার্টির। বিখ্যাত এলিফ্যান্ট রকের সামনে রাতভর চলেছে পাশ্চাত্য সুরে নাচ-গান। এ অনুষ্ঠানে যোগ দিয়েছে দেশি-বিদেশি বহু তরুণ-তরুণী। ঝলমলে আলো, ফ্যাশন শো আর ডিজে বিটে মাতোয়ারা ছিল রাতভর পার্টি।

সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে এই পার্টির ছবি ও ভিডিও। ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনেরা। অনেকেই লিখেছেন, “গাজায় শিশুরা মরছে, আর মুসলিম দেশগুলোর নেতা-নেত্রীরা উৎসবে ব্যস্ত!” কেউ লিখেছেন, “আল্লার নামে রাষ্ট্র, অথচ মানবতা আজ নির্বাসনে।”

আরও সমালোচনা এসেছে এই মর্মে যে, মুসলিম বিশ্বের বড় বড় দেশগুলো, যারা নিজেদের ‘উম্মাহ’র অভিভাবক বলে দাবি করে, তারা আজ চুপ। আন্তর্জাতিক কূটনৈতিক চাপ তৈরি না করে বরং নিজেদের বিলাসিতায় মত্ত তারা।

বিশেষজ্ঞদের মতে, এটা শুধু এক উৎসব নয়, বরং আরব বিশ্বের রাজনৈতিক ও নৈতিক ব্যর্থতার প্রতিচ্ছবি। গাজায় চলমান গণহত্যার সময় এমন ডিজে পার্টি আয়োজন কেবল অমানবিক নয়, বরং নৈতিকভাবে লজ্জার।

গাজায় আগুন (GazaOnFire), ধ্বংস আর মৃত্যু—আরব দুনিয়ার নীরবতা এই আগুনকে আরও তীব্র করছে। ডিজে পার্টির এই সময়কালীন আয়োজন যেন সেই নীরবতার এক প্রতীক হয়ে উঠেছে।

#GazaOnFire #DJPartyInSaudi #ArabSilence #FreePalestine #StandWithGaza #CloudTVDesk

আরও পড়ুন :

এক সময় ছিলেন খামারের কৃষক, এখন তিনি ভারতীয় ক্রিকেটে সুপারস্টার!

ট্রাম্পের শুল্ক আরোপ: বিশ্বের ৯ ধনীর ক্ষতি ৩৭০ বিলিয়ন ডলার

ad

আরও পড়ুন: