Breaking News

Imran On India Strike

‘মোদি অবশ্যই প্রতিশোধ নেবে’ — সজাগ থাকার আহ্বান জানালেন ইমরান খান

ইমরানের বোন আলেমা খানের মাধ্যমে প্রকাশিত হয়েছে তাঁর সতর্কবার্তা

Imran On India Strike: A Call for Vigilance %%page%% %%sep%% %%sitename%%

Imran On India Strike

১৫ মে ২০২৫ (ক্লাউড টিভি): ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে পাকিস্তানকে সতর্ক থাকার আহ্বান (Imran On India Strike) জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান। বর্তমানে কারাবন্দি অবস্থায় থাকা ইমরান খানের বার্তাটি প্রকাশ করেছেন তাঁর বোন আলেমা খান। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন বুধবার এই খবর প্রকাশ করেছে।

আলেমা খান কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখানেই সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। আলেমা জানান, “ইমরান ভাই স্পষ্টভাবে বলেছেন, মোদি অবশ্যই প্রতিশোধ নেবেন। আমাদের দেশ ও জাতির সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, “ইমরান বিশ্বাস করেন, যুদ্ধ বা উত্তেজনার সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানের সশস্ত্র বাহিনী যেভাবে জবাব দিয়েছে, তা প্রশংসনীয়।”

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের কেন্দ্রীয় তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরাম এক বিবৃতিতে বলেন, “ইমরান খানের মতে, ভারতের বিরুদ্ধে সেনাবাহিনীর জবাব শুধু জাতির মনোবলই বাড়ায়নি, বরং কারাগারে থাকা দেশপ্রেমিকদের মনেও আত্মবিশ্বাস সৃষ্টি করেছে।”

তবে ইমরান কড়াভাবে সতর্ক করে (Imran On India Strike) দিয়ে বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি “অবিশ্বস্ত” এবং “প্রতারণাপূর্ণ” স্বভাবের। তাঁর মতে, এমন আচরণের কারণে পাকিস্তানকে যে কোনো মুহূর্তে সম্ভাব্য আগ্রাসনের জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি আরও হুঁশিয়ারি দেন যে, ভবিষ্যতেও ভারতের পক্ষ থেকে আগ্রাসন বারবার ঘটতে পারে।

পাকিস্তানের রাজনৈতিক মহলে ইমরানের এই বক্তব্য ইতোমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে। কিছু বিশেষজ্ঞ মনে করছেন, কারাবন্দি অবস্থায় থেকেও ইমরান খান তার জাতীয় নিরাপত্তা ইস্যুতে মতামত দিয়ে রাজনৈতিক প্রভাব বজায় রাখতে চাইছেন। অন্যদিকে অনেকে বলছেন, এই ধরনের মন্তব্য দুই দেশের মধ্যে উত্তেজনা আরও উস্কে দিতে পারে।

আদিয়ালা জেলে ইমরান খানের ওপর যৌন নির্যাতনের অভিযোগ: রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের উত্তেজনা, যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব

তবে ইমরান খান দীর্ঘদিন ধরেই ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে পরিচিত। প্রধানমন্ত্রী থাকাকালে তিনি কাশ্মীর ইস্যু, সীমান্ত সংঘাত ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে একাধিকবার ভারত সরকারকে কটাক্ষ করেছেন।

বিশ্লেষকদের মতে, পাকিস্তানের বর্তমান রাজনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপটে ইমরানের এই বক্তব্য তার সমর্থকদের মনোবল বাড়াবে ঠিকই, কিন্তু আন্তর্জাতিক মঞ্চে দুই দেশের সম্পর্কে আরও জটিলতা সৃষ্টি করতে পারে।

উল্লেখ্য, পাকিস্তান বর্তমানে রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে, এবং ইমরান খান দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে জেলে রয়েছেন। কিন্তু তবুও তিনি দলীয় নেতৃত্ব এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিতে সক্রিয়ভাবে প্রভাব বিস্তার করে চলেছেন।

#ImranKhan #Modi #IndiaPakistanTensions #PTI #ImranOnIndia #PakistanPolitics #IndiaStrike #CarceralPolitics #NarendraModi #Geopolitics

আরও পড়ুন :

Breaking : পাকিস্তানের হেফাজত থেকে দেশে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শ, শান্তিপূর্ণ হস্তান্তর ওয়াঘায়

মণীশ তেওয়ারির কটাক্ষ: “ট্রাম্পের দাবির বিষয়ে সরকারের স্পষ্ট জবাব চাই”

ad

আরও পড়ুন: