ImranKhan PTILeadership
ক্লাউড টিভি | ইসলামাবাদ | ৪ জুন, ২০২৫ : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এখন আর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর চেয়ারম্যান নন, তবে দলের সর্বোচ্চ কর্তৃত্ব তাঁর হাতেই। জেল থেকেই নিজেকে ‘প্যাট্রন-ইন-চিফ’ বা প্রধান অভিভাবক (ImranKhan PTILeadership) ঘোষণা করেছেন তিনি। এ ঘোষণার মধ্য দিয়ে প্রমাণ করলেন, কারাগারে থেকেও তিনি দেশের রাজনীতিতে সক্রিয় ও প্রভাবশালী থাকবেন।
পিটিআই’র নতুন চেয়ারম্যান এখন থেকে ব্যারিস্টার গৌহর আলী খান, যিনি মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে ইমরানের বার্তা তুলে ধরেন।
গৌহর বলেন:
“ইমরান খানই সব সিদ্ধান্ত নেবেন। আমি শুধু দায়িত্ব পালন করব তাঁর নির্দেশ অনুযায়ী। দল ও আন্দোলনের সর্বোচ্চ নির্দেশনা তিনিই দেবেন।”
ইমরান খান কারাগার থেকেই সরাসরি ঘোষণা দিয়েছেন, তিনি দেশজুড়ে ‘গণআন্দোলনের’ নেতৃত্ব দেবেন।
এ লক্ষ্যে দলের সিনিয়র নেতাদের মধ্যে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে:
ওমর আইয়ুব খান – বিরোধীদলীয় নেতা হিসেবে আন্দোলনের কৌশল বাস্তবায়ন করবেন।
আলি আমিন গন্ডাপুর ও সালমান আকরাম রেজা – গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে।
ওমর আইয়ুব গণমাধ্যমকে জানিয়েছেন, আন্দোলন সম্পর্কিত প্রতিটি নির্দেশ কারাগার থেকে সরাসরি ইমরান খানের পক্ষ থেকে আসবে।
আদিয়ালা জেলে ইমরান খানের ওপর যৌন নির্যাতনের অভিযোগ: রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
‘মোদি অবশ্যই প্রতিশোধ নেবে’ — সজাগ থাকার আহ্বান জানালেন ইমরান খান
ইমরান খান তার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন:
“প্রিয় দেশবাসী, পাকিস্তানকে বাঁচাতে আমাদের এখনই ঐক্যবদ্ধ হতে হবে। দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও সংবিধান রক্ষার জন্য প্রস্তুত থাকুন।”
২০২৩ সালের পর থেকে একাধিক মামলায় অভিযুক্ত হয়ে কারাবন্দি ইমরান খান।
আদালতের রায় অনুযায়ী, তিনি নির্বাচনে অংশ নিতে অযোগ্য, তবে দলীয় নেতৃত্বে থাকার আইনি ব্যাখ্যা ঘোলাটে।
পিটিআই দলটি সাম্প্রতিক বছরগুলোতে ভাঙনের মুখে পড়েছিল, একাধিক সিনিয়র নেতা দল ছাড়েন বা গ্রেফতার হন।
ইমরান খানের ‘প্যাট্রন-ইন-চিফ’ ঘোষণাকে অনেকেই দেখছেন সাংগঠনিক পুনর্গঠনের কৌশল হিসেবে, যাতে তিনি সরাসরি নেতৃত্ব বজায় রাখতে পারেন। একই সঙ্গে দেশের রাজনৈতিক অঙ্গনে একটি ‘কারাগার-থেকে-নেতৃত্ব’ আন্দোলনের নজির সৃষ্টি করছেন তিনি।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপে পিটিআই ভেঙে যাওয়ার আশঙ্কা কিছুটা কমলেও, আইনি চ্যালেঞ্জ ও সামরিক প্রতিক্রিয়া আসতে পারে।
দলের ভেতরে ও বাইরে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ইমরান খান তার জনপ্রিয়তা ও রাজনৈতিক কৌশলে এগিয়ে চলেছেন। এবার তিনি জেল থেকেই নেতৃত্ব দিতে চলেছেন, আর দল তৈরি হচ্ছে দেশব্যাপী প্রতিবাদের জন্য।
আরও পড়ুন :
অনিশ্চয়তার মুখে এশিয়া কাপ – ভারত-পাক উত্তেজনায় টুর্নামেন্ট বিপাকে