Breaking News

India Pakistan Tensions

৭২ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ: পাকিস্তানিদের সব ভিসা বাতিল, পরিষেবাও স্থগিত করল ভারত

এবার ভারতীয় মেডিকেল ভিসাসহ পাকিস্তানি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পরিষেবা স্থগিত করল ভারত।

India Pakistan Tensions: Latest Developments Explained %%page%% %%sep%% %%sitename%%

India Pakistan Tensions

ক্লাউড টিভি ডেস্ক : জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জের। প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে ভারত। বুধবার ভারতের মন্ত্রিপরিষদের জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে স্থলসীমান্ত বন্ধ, সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত ও সার্ক ভিসা বাতিলসহ (India Pakistan Tensions) পাঁচটি পদক্ষেপ নেওয়া হয়।
এবার ভারতীয় মেডিকেল ভিসাসহ পাকিস্তানি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পরিষেবা স্থগিত করল ভারত। বৃহস্পতিবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইতোমধ্যে পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করা সব ধরনের বৈধ ভারতীয় ভিসা আগামী রবিবার থেকে বাতিল হয়ে যাবে।

SAFChampionship2025 : পাহেলগাম-কাণ্ড: স্থগিত সাফ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ, ধাক্কা খেল খেলার জগৎ

বিবৃতিতে বলা হয়েছে, যেসব পাকিস্তানি নাগরিকের কাছে ভারতীয় ভিসা রয়েছে, তারা ভারত ত্যাগ করার জন্য ৭২ ঘণ্টার সময় পাবেন। ভিসা বাতিলের পাশাপাশি পাকিস্তানি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পরিষেবাও স্থগিত করেছে ভারত। এর ফলে পাকিস্তানি নাগরিকরা ভারত ভ্রমণের জন্য কোনও ধরনের নথি পাবেন না।

এদিকে বুধবার পাকিস্তানের বিরুদ্ধে ভারত India Pakistan Tensions)  যে পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে তাহল-

ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি আপাতত স্থগিত করা হচ্ছে। এ ব্যবস্থা অনির্দিষ্টকাল পর্যন্ত বহাল থাকবে। এ সিদ্ধান্তের ফলে যে পরিমাণ জল পাকিস্তানের পাওয়ার কথা, চুক্তি স্থগিত করায় আপাতত তা ব্যাহত হবে।

দ্বিতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল— আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া। বুধবার থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতের এই গুরুত্বপূর্ণ স্থলসীমান্ত বন্ধ হয়ে গেছে। ওই সীমান্ত দিয়ে যারা ভারতে ঢুকেছেন, তাদের সবাইকে ১ মের মধ্যে ফিরে যেতে বলা হয়েছে।

তৃতীয় সিদ্ধান্ত হল দিল্লিতে— পাকিস্তানের হাইকমিশনে নিযুক্ত সব সামরিক, নৌ ও বিমান উপদেষ্টাকে বহিষ্কার। তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ইসলামাবাদে ভারতের হাই কমিশনে নিযুক্ত ভারতীয় সামরিক কর্মকর্তাদের ফিরিয়ে আনছে নয়াদিল্লি।

চতুর্থ সিদ্ধান্তে বলা হয়েছে, সীমান্তচৌকি বন্ধ ও দূতাবাসে কর্মীর সংখ্যা কমানোর পাশাপাশি পাকিস্তানিদের ভারতে India Pakistan Tensions) আসাও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। সে কারণে সব পাকিস্তানির জন্য সার্ক ভিসা বাতিল করার কথা জানানো হয়েছে। এই ভিসায় যারা ভারতে রয়েছেন, তাদের ফেরত যাওয়ার জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে।

পঞ্চম সিদ্ধান্তটি হল- দুই দেশের হাইকমিশনগুলোতে কর্মরত লোকবল সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করা হবে।

#VisaBan #IndiaPakistanTensions #72HoursNotice #CloudTVNews #KashmirAttack #DiplomaticCrisis #IndiaExpelsPakistanis

আরও পড়ুন :

মোহাম্মদ আমিরের আইপিএল খেলার স্বপ্ন: ব্রিটিশ পাসপোর্ট নিয়ে মাঠে নামার পরিকল্পনা

কাশ্মীর হামলা: পিএসএল দেখানো বন্ধ করল ভারতীয় প্লাটফর্ম, ক্রিকবাজও তথ্য মুছে দিল

ad

আরও পড়ুন: