Breaking News

Arunachal Dispute

চীন সম্প্রতি অরুণাচল প্রদেশের ২৭টি ভৌগোলিক স্থানের নাম পরিবর্তন করেছে, যা তাদের ‘জাংনান’ বা ‘দক্ষিণ তিব্বত’ অঞ্চলের অংশ হিসেবে দাবি করা হয়েছে

ররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, 'নাম পরিবর্তন করলেই মালিকানা বদলায় না।'

Arunachal Dispute: India's Strong Rejection of Changes %%page%% %%sep%% %%sitename%%

Arunachal Dispute

১৫ মে ২০২৫ (ক্লাউড টিভি): ভারতীয় অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নাম পরিবর্তন করতে চীনের সাম্প্রতিক উদ্যোগকে প্রত্যাখ্যান করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে ‘অসঙ্গত ও হাস্যকর’ বলে উল্লেখ করেছে এবং স্পষ্ট জানিয়েছে যে, নাম পরিবর্তন করলেই বাস্তবতা (Arunachal Dispute)  বদলাবে না।

চীন সম্প্রতি অরুণাচল প্রদেশের ২৭টি ভৌগোলিক স্থানের নাম পরিবর্তন করেছে, যা তাদের ‘জাংনান’ বা ‘দক্ষিণ তিব্বত’ অঞ্চলের অংশ হিসেবে দাবি করা হয়েছে। এই তালিকায় পর্বত, নদী, হ্রদ, গিরিপথ ও আবাসিক এলাকা অন্তর্ভুক্ত রয়েছে। এটি চীনের পঞ্চম দফা নাম পরিবর্তন প্রচেষ্টা, যা ভারতের কাছে অগ্রহণযোগ্য বলে বিবেচিত।

Breaking : ভারত সীমান্তের কাছে ব্রহ্মপুত্রের উপর বিশ্বের বৃহত্তম, 137 বিলিয়ন ডলারের বাঁধ অনুমোদন করেছে চীন

গোবি মরুভূমিতে পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়ামের পরিবর্তে থোরিয়ামকে নতুন জ্বালানি হিসেবে সফলভাবে প্রয়োগ করল চীন

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই উদ্যোগকে ‘অসঙ্গত ও হাস্যকর’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘নাম পরিবর্তন করলেই বাস্তবতা বদলাবে না—অরুণাচল প্রদেশ ছিল, আছে এবং থাকবে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।’ এমনকি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও এই বিষয়ে মন্তব্য করেছেন, তিনি বলেন, ‘আপনার বাড়ির নাম আমি বদলে দিলে সেটা কি আমার হয়ে যায়? মালিকানা বদলে যায়? যায় না। তেমনই অরুণাচল প্রদেশের নাম বদলালেও এই রাজ্য কখনো চীনের হবে না।’

চীন এই পদক্ষেপকে (Arunachal Dispute)  তাদের সার্বভৌমত্বের অধিকার বলে দাবি করেছে। তবে আন্তর্জাতিক মহলে এই উদ্যোগের প্রতি বিরোধিতা রয়েছে। যুক্তরাষ্ট্রও এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে, তারা অরুণাচল প্রদেশকে ভারতের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং চীনের একতরফা দাবি প্রত্যাখ্যান করেছে। চীনের নাম পরিবর্তন প্রচেষ্টা ভারতের সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। ভারত এই পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে বিবেচনা করে এবং তার অবস্থান স্পষ্ট করেছে যে, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। এই ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন ভারতকে শক্তিশালী অবস্থানে রাখছে।

#ArunachalDispute #ChinaIndiaRelations #Sovereignty #Geopolitics

আরও পড়ুন :

‘মোদি অবশ্যই প্রতিশোধ নেবে’ — সজাগ থাকার আহ্বান জানালেন ইমরান খান

মণীশ তেওয়ারির কটাক্ষ: “ট্রাম্পের দাবির বিষয়ে সরকারের স্পষ্ট জবাব চাই”

ad

আরও পড়ুন: