Breaking News

IndiaPakistanRelations PrisonerExchange

কারাবন্দিদের তালিকা বিনিময় করল পাকিস্তান ও ভারত: কূটনৈতিক যোগাযোগে বার্ষিক প্রক্রিয়া

ভারত ও পাকিস্তান কনসুলার অ্যাক্সেস চুক্তির আওতায় মঙ্গলবার একে অপরের কারাগারে থাকা বন্দিদের তালিকা বিনিময় করেছে। পাকিস্তানে বর্তমানে ২৪৬ জন ভারতীয় ও ভারতে ৪৬৩ জন পাকিস্তানি বন্দি রয়েছেন বলে তথ্য প্রকাশিত হয়েছে।

IndiaPakistanRelations PrisonerExchange Update %%page%% %%sep%% %%sitename%%

IndiaPakistanRelations PrisonerExchange

ক্লাউড টিভি ডেস্ক : ভারত ও পাকিস্তান মাঝে রাজনৈতিক উত্তেজনা যতই থাক, কিছু কূটনৈতিক প্রক্রিয়া চলতেই থাকে নিয়মমাফিক। তারই একটি গুরুত্বপূর্ণ অংশ হলো—দুই দেশের হেফাজতে থাকা বন্দিদের তালিকা বিনিময় (IndiaPakistanRelations PrisonerExchange)।

এই প্রক্রিয়ার ধারাবাহিকতায় মঙ্গলবার (১ জুলাই) পাকিস্তান ও ভারত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে একে অপরের কারাগারে থাকা বন্দিদের হালনাগাদ তালিকা একে অপরকে হস্তান্তর করেছে।

বিশ্বকাপের টিকিট পেয়ে গেল ১৩ টি দেশ, চমক উজবেকিস্তান ও জর্ডন

ভারতীয় বাহিনীর পাকিস্তানে বিমানঘাঁটিতে হামলা: ‘অপারেশন সিন্ধুর’ বিস্তারিত বিশ্লেষণ

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ইসলামাবাদে ভারতের হাই কমিশনের এক প্রতিনিধির কাছে ২৪৬ জন ভারতীয় বন্দির তালিকা হস্তান্তর করা হয়েছে।
এর মধ্যে রয়েছে:

  • ১৯৩ জন ভারতীয় জেলে

  • ৫৩ জন অন্যান্য বন্দি

অন্যদিকে, নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনের কর্মকর্তার হাতে ৪৬৩ জন পাকিস্তানি বন্দির তালিকা তুলে দিয়েছে ভারত।
তাদের মধ্যে রয়েছে:

  • ৮১ জন জেলে

  • ৩৮২ জন অন্যান্য বন্দি

২০০৮ সালে স্বাক্ষরিত ‘কনসুলার অ্যাক্সেস অ্যাগ্রিমেন্ট’-এর আওতায় এই বন্দি বিনিময়ের তালিকা প্রতিবছর দু’বার দেওয়া হয়—

  • ১ জানুয়ারি

  • ১ জুলাই

এই চুক্তির মূল লক্ষ্য হলো, দুই দেশের নাগরিক যারা ভুল করে সীমান্ত অতিক্রম করেন কিংবা কোনোভাবে গ্রেফতার হন, তাদের মানবিক অধিকার রক্ষা করা এবং কনসুলার সহায়তার সুযোগ নিশ্চিত করা।

বিশ্লেষকদের মতে, এই তালিকা বিনিময় বড় রাজনৈতিক বার্তা নয় ঠিকই, তবে দ্বিপাক্ষিক সম্পর্কের এক মানবিক ও আইনি দিকের পরিচয় বহন করে। কারাবন্দি মানুষদের দ্রুত বিচার, মুক্তি, এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের পথ সুগম করতে পারে এই প্রক্রিয়া।

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধোত্তর সম্পর্ক বহুবার বিঘ্নিত হলেও, এই চুক্তি রক্ষা করে আসছে উভয় দেশ—যা দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা রক্ষায় একটি ক্ষুদ্র অথচ গুরুত্বপূর্ণ ধাপ।

আরও পড়ুন :

টালিপাড়ায় ফের বিচ্ছেদ, ভেঙে যাচ্ছে সুস্মিতা রায় ও সব্যসাচী চক্রবর্তীর দাম্পত্য জীবন

ইনফান্তিনোর বিরুদ্ধে ‘নিষ্ঠুর খেলা’-র অভিযোগ, ফিফার নীতির সমালোচনায় ফুটবলারদের সংগঠন

ad

আরও পড়ুন: