Breaking News

IndiaVsPakistan BilateralSeries

পাকিস্তানের সঙ্গে খেলা নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করল সরকার

ভারত সরকার স্পষ্ট জানিয়েছে— পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ আর হবে না। তবে আইসিসি বা এসিসির টুর্নামেন্টে ভারত-পাকিস্তান একে অপরের মুখোমুখি হবে। একইসঙ্গে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের জন্য বিদেশি দল ও কর্মকর্তাদের ভিসা প্রক্রিয়া সহজ করবে ভারত।

IndiaVsPakistan BilateralSeries: Current Status %%page%% %%sep%% %%sitename%%

IndiaVsPakistan BilateralSeries

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : রাজনৈতিক ইস্যুতে পাকিস্তানের বিপক্ষে খেলতে আগ্রহ দেখাচ্ছে না ভারত। ২০১৩ সালের পর থেকে দুই দেশ দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না। পাকিস্তান খেলতে চাইলেও ভারত চাইছেই না (IndiaVsPakistan BilateralSeries)। তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) টুর্নামেন্ট ছাড়া পাকিস্তানের সঙ্গে খেলছে না।

পাকিস্তানের সঙ্গে খেলা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত সরকার। দেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ‘ভারতের আন্তর্জাতিক ক্রীড়া আসরসংক্রান্ত নীতি’তে পাকিস্তানের সঙ্গে খেলা নিয়ে অবস্থান তুলে ধরা হয়েছে ।

বিবৃতির শুরুতেই বলা হয়েছে, ‘পাকিস্তানের সঙ্গে সম্পৃক্ত খেলাধুলার ইভেন্টের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি দেশটির সঙ্গে ভারতের সামগ্রিক নীতিরই প্রতিফলন। যেখানে একে অপরের দেশে দ্বিপক্ষীয় ক্রীড়া প্রতিযোগিতার বিষয় রয়েছে, সেখানে ভারতীয় দলগুলো পাকিস্তানে প্রতিযোগিতায় অংশ নেবে না। একইভাবে পাকিস্তানি দলগুলোকেও ভারতে খেলার অনুমতি দেওয়া হবে না।’

তবে আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারত সরকারের অবস্থান হচ্ছে, ‘আন্তর্জাতিক ও বহুজাতিক আসরের ক্ষেত্রে, তা ভারতে হোক বা বিদেশে, আমরা আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর প্রচলিত প্রথা এবং আমাদের নিজেদের ক্রীড়াবিদদের স্বার্থেই পরিচালিত হই। একই সঙ্গে এটি প্রাসঙ্গিক যে ভারত আন্তর্জাতিক ক্রীড়া আসর আয়োজনের একটি বিশ্বাসযোগ্য ভেন্যু হিসেবে পরিচিত। সে অনুসারে পাকিস্তানি দল বা খেলোয়াড়ের অংশ নেওয়া আন্তর্জাতিক আসরে ভারতীয় দল ও ব্যক্তিগত পর্যায়ে খেলোয়াড়রাও অংশ নেবেন। একইভাবে, ভারতে আয়োজিত বহুজাতিক ক্রীড়া আসরে পাকিস্তানি খেলোয়াড় ও দলগুলো অংশ নিতে পারবে।’

অনিশ্চয়তার মুখে এশিয়া কাপ – ভারত-পাক উত্তেজনায় টুর্নামেন্ট বিপাকে

ভারতের প্রথম ব্যাক্তিগত অলিম্পিক স্বর্ণজয়ী এখন IOC র মানসিক স্বাস্থ্য দূতের ভূমিকায়

সেখানে আরও বলা হয়েছে, ‘ভারতকে আন্তর্জাতিক ক্রীড়া আসর আয়োজনের জন্য পছন্দের গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে ক্রীড়াবিদ, দলীয় কর্মকর্তা, টেকনিক্যাল কর্মী এবং আন্তর্জাতিক ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থার লোকজনের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হবে। আন্তর্জাতিক ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থার পদাধিকারীদের ক্ষেত্রে, তাঁদের সরকারি মেয়াদকালের জন্য (সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত) অগ্রাধিকার ভিত্তিতে একাধিকবার প্রবেশযোগ্য ভিসা প্রদান করা হবে। এর ফলে তাঁদের দেশে প্রবেশ ও দেশের ভেতরে চলাচল আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্বিঘ্ন হবে।’

আরও পড়ুন :

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে জনপ্রিয়তা দ্রুত তলানিতে – দ্য ইকোনোমিস্ট

ভারতে আওয়ামী লীগের অফিস বন্ধের ঘোষণা করল বাংলাদেশ সরকার

ad

আরও পড়ুন: