Israel Iran war 2025
ক্লাউড টিভি ডেস্ক | জুন ১৯, ২০২৫ : ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ (Israel Iran war 2025) দিনদিন ভয়াবহ হয়ে উঠছে। গত এক সপ্তাহে টানা মিসাইল হামলা, ড্রোন আক্রমণ চলছে।এই সংঘর্ষে শুধু সেনা নয়, প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষও।
সপ্তাহের শুরুতে ইসরায়েলের সোরোকা হাসপাতালে সরাসরি আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র।হাসপাতালে তখন চিকিৎসাধীন ছিলেন বহু রোগী। আঘাতে গুরুতর আহত হন প্রায় ৪০ জন।আশঙ্কাজনক অবস্থায় অনেকেই ICU-তে। এই হামলার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।বিশ্বজুড়ে এই ঘটনার নিন্দা জানানো হয়েছে। নেতানিয়াহু স্পষ্ট বলেছেন, “এই বর্বরতার জবাব দিতেই হবে।”
ইসরায়েল এবার সরাসরি আঘাত করে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায়। নাতানজ ও আরাকের ইউরেনিয়াম প্রক্রিয়াকরণ কেন্দ্রে বিস্ফোরণ ঘটানো হয়। ইসরায়েলি সূত্র জানায়, ড্রোন ও ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়েছে।ধ্বংস হয়েছে পরিকাঠামো, আগুনে পুড়ে ছাই হয়ে যায় কয়েকটি ভবন। নেতানিয়াহু বলেন, “শত্রুকে শিক্ষা দিতে আমরা প্রস্তুত।”তিনি আরো বলেন, “এই যুদ্ধ আমাদের বেছে নেওয়া নয়, বাধ্য হয়ে লড়া।”
এই পরিস্থিতিতে মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোরালো প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন, “আমরা আকাশে আধিপত্য বজায় রেখেছি।” তিনি আরও বলেন, “ধৈর্য সীমিত, প্রয়োজন হলে সরাসরি পদক্ষেপ নেব।” এছাড়াও চীন ও রাশিয়া শান্তি বজায় রাখার অনুরোধ জানিয়েছে। জাতিসংঘ থেকেও সতর্কতা এসেছে—এ যুদ্ধ যদি ছড়ায়, ফল হবে ভয়াবহ।
ইরানের প্রেসিডেন্টের ট্রাম্পকে কঠোর বার্তা: পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা হবে না
ভারতের আকাশে মৃত্যুর ছায়া: আহমেদাবাদ-সহ ইতিহাসের প্রাণঘাতী বিমান দুর্ঘটনাগুলো ফিরে দেখা
ইরান থেকে ভারতীয় নাগরিকদের উদ্ধার করতে কেন্দ্রীয় সরকার চালু করেছে অপারেশন সিন্ধু। প্রথম ধাপে ১১০ জন ছাত্র-ছাত্রীকে আনা হয়েছে আর্মেনিয়ার মাধ্যমে। তাঁদের দিল্লি বিমানবন্দরে স্বাগত জানান বিদেশ প্রতিমন্ত্রী কির্তি বরধান সিংহ। একজন ছাত্র জানান, “সারারাত বাঙ্কারে লুকিয়ে ছিলাম। মনে হচ্ছিল আর বাড়ি ফিরতে পারব না।”
ভারতের তরফে জানানো হয়েছে, প্রায় ২০০০ ভারতীয় এখনও ইরানে রয়েছেন। তাঁদের নিরাপদে ফিরিয়ে আনতে আরও ফ্লাইট পাঠানো হবে।
এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে কেউ জানে না। ইরান বলছে, তারা আত্মরক্ষার জন্যই হামলা চালাচ্ছে। ইসরায়েল বলছে, বেসামরিক স্থাপনায় হামলা হলে তারা থামবে না। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি আরও খারাপ হতে পারে। যদি অন্য দেশ জড়িয়ে পড়ে, তাহলে তা তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে।
আরও পড়ুন :
ভারত-ইংল্যান্ড সিরিজ: জয়ী অধিনায়ককে ‘পতৌদি পদক’ দেবে ইসিবি