গাজায় দুর্ভিক্ষের ছায়া এড়াতে ইজরায়েলের ট্যাকটিক্যাল ‘পজ’ বা ‘এয়ারড্রপ’-এর মতো ‘দেখনদারি’ পদক্ষেপ কি যথেষ্ট

ট্যাকটিক্যাল পজ ঘোষণা করে ইজরায়েল একধরনের সহানুভূতির ইঙ্গিত দিলেও, বাস্তবে গাজায় খাবার ও ওষুধ পৌঁছচ্ছে না। প্রতি দিন শিশু মারা যাচ্ছে। এয়ারড্রপ যদি সমাধান হত, তাহলে খাদ্যপণ্যের দাম এত হতো না।