“ফিরিয়ে আনবে ‘জঙ্গল রাজ’?” : শাহাবুদ্দিনের ছেলেকে RJD বিধানভার টিকিট দেওয়ায় দাবী BJP র

বিহারে নির্বাচন ঘিরে বিজেপি RJD-র বিরুদ্ধে অভিযোগ তুলেছে—শাহাবউদ্দিনের ছেলে মনোনয়ন দিয়ে ‘জঙ্গল রাজ’ ফিরিয়ে আনার পরিকল্পনায় রয়েছে দলটি। আইন-শৃঙ্খলা ও উন্নয়ন দৃষ্টিকোণ থেকে বিষয়টি গুরুত্ব পাচ্ছে।