AwamiLeague PoliticalCorruption
ক্লাউড টিভি ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করা আলোচিত মো. জাহাঙ্গীর আলম, যিনি ‘৪০০ কোটি টাকার পিয়ন’ নামে পরিচিত, এবার দুর্নীতির মামলায় (AwamiLeague PoliticalCorruption) আরও এক ধাপ ফেঁসে গেলেন। তার বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় আদালত তার ২টি ব্যাংক অ্যাকাউন্ট ও একটি সঞ্চয়পত্রের মোট ১ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৩২৯ টাকা ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন।
ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন গত বুধবার (২৫ জুন)। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক পিয়াস পাল আদালতে এই আবেদন জানান। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বিচারকদের ঘাটতি,সঙ্কটে সুপ্রিম কোর্ট, পড়ে রয়েছে ৫ কোটি মামলা!
দুদকের মামলায় উল্লেখ করা হয়েছে, মো. জাহাঙ্গীর আলম তার নিজের নামে ১৮ কোটি ২৯ লাখ ১০ হাজার ৮৮২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। শুধু তাই নয়, তিনি ও তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে আরও ৬২৬ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ১০৭ টাকা উত্তোলন ও স্থানান্তরের প্রমাণ মিলেছে বলে অভিযোগ।
মোট ৮টি ব্যাংকে ২৩টি অ্যাকাউন্টে এই বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয়েছে বলে জানায় দুদক। মামলায় আরও বলা হয়েছে, তদন্তে দেখা যাচ্ছে যে জাহাঙ্গীর তার মালিকানাধীন অস্থাবর সম্পত্তি দ্রুত হস্তান্তরের চেষ্টা করছেন, যাতে মামলার বিচার শেষে সেগুলো বাজেয়াপ্ত করা সম্ভব না হয়।
দুদকের পক্ষ থেকে আদালতে বলা হয়েছে, যদি আসামি এসব সম্পত্তি হস্তান্তর করতে সক্ষম হন, তাহলে এই মামলায় সরকারের পক্ষে বাজেয়াপ্তকরণসহ বিচারিক প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হবে। তাই, মামলার বিচারকাজ ও সম্পত্তি বাজেয়াপ্ত করার সুবিধার্থে সংশ্লিষ্ট সম্পদ অবিলম্বে ফ্রিজ করা একান্ত প্রয়োজন।
এ আবেদনের ভিত্তিতে আদালত জরুরি ভিত্তিতে সেই সম্পত্তি ফ্রিজ করার আদেশ দেন।
এই মামলার আওতায় মো. জাহাঙ্গীর আলম ছাড়াও তদন্ত চলছে তার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান, সহযোগী ও ব্যাংক অ্যাকাউন্টগুলোর ওপর। তদন্ত কর্মকর্তারা বলছেন, আরও অবৈধ সম্পদের সন্ধান মিলতে পারে।
মামলার পরবর্তী ধাপে তদন্ত শেষ করে চার্জশিট আদালতে জমা দেওয়ার কথা রয়েছে। তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত আরও বিভিন্ন অ্যাকাউন্ট ও সম্পত্তি ফ্রিজের আবেদন করা হতে পারে বলেও জানিয়েছেন দুদক কর্মকর্তারা।
আরও পড়ুন :
ইজরায়েলি আগ্রাসনে ইরানে ১২ দিনে নিহত ৬০০-র বেশি, জানাল তেহরান
ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় বিপুল ক্ষয়ক্ষতি, ইজরায়েলে ক্ষতিপূরণের আবেদন ৩৯ হাজারেরও বেশি