Breaking News

Mamata Banerjee SIR

“সব প্রকৃত ভোটার ভাল থাকুন, আমি ‘ডিভাইড অ্যান্ড রুল’ চাই না” — জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়র বার্তা।

জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন মঞ্চ থেকেই SIR প্রকল্পের বিরোধিতা করলেন মুখ্যমন্ত্রী। বললেন, কেন্দ্র রাজ্যের তথ্য কেড়ে নিতে চাইছে।

“ডিভাইড অ্যান্ড রুল চাই না, সব প্রকৃত ভোটার ভালো থাকুন” : Mamata

Mamata Banerjee SIR

ক্লাউড টিভি ডেস্ক : জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে অংশ নিয়ে বুধবার (২৯ অক্টোবর) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন। SIR প্রকল্পকে ঘিরে রাজ্যজুড়ে শুরু হওয়া বিতর্কে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী। কলকাতার একাধিক জগদ্ধাত্রী পুজো উদ্বোধনের সময় তিনি বলেন, “রাজ্যের উন্নয়নের  কাজ থামাতে চাইছে কেন্দ্র। এই SIR প্রকল্প আসলে রাজ্যের তথ্য কেড়ে নেওয়ার ষড়যন্ত্র।”

তিনি আরও বলেন, “আমরা মানুষের পাশে থেকে কাজ করি, তাদের তথ্য বিক্রি করি না। কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রশাসনিক ক্ষমতা হস্তগত করতে চায়।” মুখ্যমন্ত্রীর এই মন্তব্যেই স্পষ্ট—SIR প্রকল্প নিয়ে রাজ্যের অবস্থান একেবারেই স্পষ্ট ও বিরোধিতামূলক।

জগদ্ধাত্রী পুজোর শুভ মুহূর্তেও রাজনীতি ছেড়ে বেরোতে পারেননি মুখ্যমন্ত্রী। তবে উৎসবের আবহে তিনি মানুষকে শান্তি বজায় রাখার বার্তাও দেন। তাঁর কথায়, “উৎসব মানে আনন্দ, মিলন ও সম্প্রীতি। বিভাজন নয়।”

যদিও রাজনৈতিক মহলে এখন প্রশ্ন উঠেছে—মমতার এই বক্তব্য আসলে তৃণমূলের আসন্ন রাজনৈতিক কৌশলের অংশ কিনা। কারণ, বিজেপি দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে ‘SIR’ প্রকল্প রাজ্যের জন্য উপকারী। তারা বলছে, এতে স্বচ্ছতা ও উন্নয়ন প্রকল্পের নিরীক্ষণ আরও সহজ হবে।

SIR ঘিরে নড়েচড়ে বসল নির্বাচন কমিশন, BLOদের জন্য জারি হল একাধিক নির্দেশ

“বঙ্গের ভোটার লিস্টে ১ কোটিরও বেশি ভুয়ো ভোটার”, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ের রাজনীতি করছেন। SIR প্রকল্প জনগণের সুবিধার জন্য, গোপন নজরদারির জন্য নয়।” অন্যদিকে, কংগ্রেস ও বামফ্রন্টও মমতার বক্তব্যে আংশিক সমর্থন জানিয়েছে। তারা বলেছে, “যদি প্রকল্পটি রাজ্যের সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ করে, তবে তা গ্রহণযোগ্য নয়।”

রাজনীতি বিশ্লেষকদের মতে, SIR ইস্যু এখন কেন্দ্র-রাজ্য সম্পর্কের নতুন সংঘর্ষের ক্ষেত্র তৈরি করেছে। মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক ভাষণ প্রমাণ করছে—আগামী দিনে এই বিষয়েই রাজনীতি উত্তপ্ত হতে চলেছে।

এদিকে, প্রশাসনিক সূত্রে জানা গেছে, রাজ্য ইতিমধ্যেই SIR প্রকল্পে সহযোগিতা না করার সিদ্ধান্ত নিয়েছে। তথ্যপ্রযুক্তি দপ্তরকে কেন্দ্রীয় নির্দেশিকা পুনর্বিবেচনা করতে বলা হয়েছে।

আরও পড়ুন :

রাশিয়ার ‘গ্ল্যামারাস’ গুপ্তচর আন্না চ্যাপম্যানের নতুন মিশন

৩৮ বছর বয়সে ICC র‍্যাঙ্কিং এ একদিনের ক্রিকেটে প্রবীণতম নং ১ ব্যাটার রোহিত শর্মা ! গড়লেন ইতিহাস

ad

আরও পড়ুন: