Breaking News

MamataBanerjee BLO Bolpur

Bolpur প্রশাসনিক বৈঠকে BLO-দের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রছন্ন হুমকি : “ভোটার রোল সংশোধনে কোনও হয়রানি চলবে না”

মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে প্রশাসনিক বৈঠকে ভোটার তালিকা সংক্রান্ত স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসনকে কড়া বার্তা দেন।

MamataBanerjee BLO Bolpur Addresses Voter Issues %%page%% %%sep%% %%sitename%%

MamataBanerjee BLO Bolpur

ক্লাউড টিভি ডেস্ক | বোলপুর, পশ্চিমবঙ্গ : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতির অংশ হিসেবে সোমবার বোলপুরে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে বসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্যের বিভিন্ন সরকারি দফতরের আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন ব্লক লেভেল অফিসার (BLO)-রাও। সেখান থেকেই ভোটার তালিকা সংক্রান্ত কাজে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী।

বৈঠকে মুখ্যমন্ত্রী সরাসরি বলেন:

“ভোটার তালিকায় কার নাম থাকবে, কার থাকবে না — তা নির্ধারণ করার সময় যেন কোনও রকম পক্ষপাতিত্ব না হয়। আপনারা যদি সরকারি কর্মচারী হন, তাহলে রাজনৈতিক রং ভুলে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, নির্বাচন গণতন্ত্রের মূলভিত্তি এবং সেই প্রক্রিয়াকে কলুষিত করলে তা ভবিষ্যতের জন্য ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে। BLO-দের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, কেউ যদি ভোটার তালিকা থেকে ইচ্ছাকৃতভাবে নাম বাদ দেন বা মিথ্যা তথ্য দেন, তবে তার বিরুদ্ধে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,

“আপনি তৃণমূল কর্মী হতেই পারেন, সেটা আপনার ব্যক্তিগত অধিকার। কিন্তু সরকারি দফতরের দায়িত্বে থাকলে দলীয় পরিচয় মাথায় রাখলে চলবে না।”

তিনি প্রশাসনিক কর্তাদের আরও বলেন, সরকারের প্রকল্পগুলোর সুবিধা যাতে মানুষের কাছে ঠিকঠাক পৌঁছায় তা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে কোনও রকম দুর্নীতি, স্বজনপোষণ বা গাফিলতি বরদাস্ত করা হবে না।

এই বৈঠকে মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের কাছে জানতে চান—

  • শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল ও সেচ ব্যবস্থার অগ্রগতি কেমন চলছে

  • বর্ষাকালে কোন কোন ব্লকে সমস্যা বেশি হয়

  • PM Awas Yojana-র অধীনে প্রকৃত উপভোক্তারা ঘর পেয়েছেন কি না

তিনি জানান, মানুষের অভিযোগ এলেই যেন দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। জেলা শাসকদের তিনি বলেন, বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি নিয়মিত মনিটর করতে হবে এবং দরকারে ব্লকে ব্লকে ক্যাম্প করে সমস্যার সমাধান করতে হবে।

রাজ্য সরকার স্পষ্টতই এবার BLO-দের ভূমিকা নজরবন্দি রাখবে। ভোটার তালিকায় স্বচ্ছতা আনার জন্য নিয়মিত স্ক্রুটিনি, হেল্পলাইন চালু করা এবং অনিয়ম রুখতে হুইসেলব্লোয়ার সিস্টেম চালুর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন :

হায়দরাবাদে ভয়াবহ সারোগেসি কেলেঙ্কারি: বাচ্চা নেওয়ার পর ডিএনএ পরীক্ষায় ধরা পড়ল জেনেটিক সম্পর্ক নেই!

গোপনে গাজা ছেড়ে পালিয়ে তুরস্কে বিয়ে, হামাস নেতার বিধবা স্ত্রীকে নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ!

ad

আরও পড়ুন: