ModiInBengal
২৯ মে ২০২৫, আলিপুরদুয়ার: পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার আলিপুরদুয়ারে এক জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন (ModiInBengal)। তিনি রাজ্য সরকারের দুর্নীতি, কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে বাধা এবং আদিবাসী সম্প্রদায়ের প্রতি অবহেলার অভিযোগ তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর জনসভা দুপুর ২টায় নির্ধারিত থাকলেও, তিনি নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগে, সওয়া ১২টার দিকে সভাস্থলে পৌঁছে যান। এর আগে, তিনি আলিপুরদুয়ারে সিটি গ্যাস বিতরণ প্রকল্পের শিলান্যাস করেন, যার জন্য ১০১৭ কোটি টাকা ব্যয় হবে এবং রাজ্যের আড়াই লাখ পরিবার উপকৃত হবে।
মোদী বলেন, “কেন্দ্রের অনেক বড় বড় প্রকল্প এ রাজ্যে কার্যকর করা হয় না। আয়ুষ্মান ভারত প্রকল্প এখানে চালু হতে দেওয়া হয়নি। এখানকার লোকেরা বাইরে গেলে ওই প্রকল্পের সুবিধা পান না। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় পশ্চিমবঙ্গের বহু মানুষ বাড়ি পেতে পারতেন। কিন্তু এখানে তা হতে দেওয়া হল না। তা করতে দিল না এখানকার নির্মম সরকার।”
তিনি আরও বলেন, “তৃণমূলের নেতাদের দুর্নীতির জন্য এখানকার বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। কিন্তু এঁরা নিজেদের ভুল মানতেই চাইছেন না। উল্টে আদালতকে আক্রমণ করছেন এঁরা। তৃণমূল সরকার অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছে। বিজেপি এটা হতে দেবে না।”
পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুরে’ প্রসঙ্গে মোদী বলেন, “পহেলগাঁওয়ের ঘটনায় আপনাদের প্রবল রাগ হয়েছিল। সেই রাগই আমাদের শক্তি জুগিয়েছে। যারা পহেলগাঁও ঘটিয়েছে, তাদের সিঁদুরের শক্তি বুঝিয়ে দিয়েছে ভারতীয় সেনা। কল্পনাই করতে পারেনি পাকিস্তান। অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। তিন বার ঘরে ঢুকে মেরেছি। হামলা হলে শত্রুদের আবার বড় মূল্য দিতে হবে।”
আদিবাসী সম্প্রদায়ের প্রতি তৃণমূল সরকারের অবহেলার অভিযোগ তুলে মোদী বলেন, “আদিবাসীদের কথা ভাবে না তৃণমূল সরকার। আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি করার কথা ভাবা হয়েছিল, প্রথম তৃণমূলই সরকারই তার বিরোধিতা করেছিল।”
মার্কিন পডকাস্টার মোদীর সাক্ষাৎকার নেওয়ার আগে করলেন ৪৫ ঘণ্টা উপোস! কে এই লেক্স ফ্রিডম্যান?
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনসভায় বলেন, “আগামী নির্বাচনে তৃণমূল সরকারকে ছুড়ে ফেলে দিতে হবে। পশ্চিমবঙ্গে চাই বিজেপির সরকার। নরেন্দ্র মোদীর সরকার। আজ দেশের জন্য বাংলাকে বাঁচাতে হবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ভাইপোর সরকারকে উপড়ে ফেলতে হবে। এটাই এই সভার সংকল্প হওয়া উচিত।”
রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “পহেলগাঁওয়ের ঘটনার সঙ্গে মুর্শিদাবাদের ঘটনার মিল রয়েছে। এই সরকারকে আমাদের উৎখাত করতেই হবে। নরেন্দ্র মোদীর নেতৃত্বেই তা হবে।”
আরও পড়ুন :
গোপনে বিয়ে সারলেন ইউটিউব তারকা খান স্যার, ছাত্রদের জন্য থাকছে বিশেষ ভোজ
“বিরাট কখনও হাল ছাড়েন না, সেটা ঘরের মাঠ হোক বা বিদেশের” : জাদেজা