ভয়াবহ গণআন্দোলন, সেনা মোতায়েন – নিহত অন্তত ১৯ : অবশেষে নেপালে সোশ্যাল মিডিয়া ব্যান প্রত্যাহার

নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্ত ঘিরে যে প্রতিবাদ শুরু হয়েছিল, তা ধীরে ধীরে রূপ নিয়েছে দুর্নীতি ও স্বৈরশাসনের বিরুদ্ধে ভয়াবহ গণআন্দোলনে। কাতমান্ডু ও বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। অবশেষে সেনা নামাতে বাধ্য হয় সরকার। জনমতের চাপে সামাজিক মাধ্যম নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন। তবুও তরুণদের নেতৃত্বে বিক্ষোভ এখনো চলছে।