Breaking News

PSL Banned In India

কাশ্মীর হামলা: পিএসএল দেখানো বন্ধ করল ভারতীয় প্লাটফর্ম, ক্রিকবাজও তথ্য মুছে দিল

ফ্যানকোডের আচমকা এই সিদ্ধান্তে বিভ্রান্ত হয়েছে অনেক দর্শক।

PSL Banned In India After Pahalgam Incident %%page%% %%sep%% %%sitename%%

PSL Banned In India

ক্লাউড টিভি ডেস্ক : কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী বন্দুক হামলার জের ধরে ভারতের ক্রিকেট ও মিডিয়া জগতে পড়েছে বড় ধরনের প্রভাব। সেই ঘটনার রেশ গড়াল এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। পাকিস্তানের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের সম্প্রচার বন্ধ করে দিয়েছে ভারতের একমাত্র স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড (PSL Banned In India)।

ফ্যানকোড চলতি আসরে প্রথম ১৩টি ম্যাচ সম্প্রচার করলেও বৃহস্পতিবার থেকে তারা হঠাৎ করেই সমস্ত সম্প্রচার বন্ধ (PSL Banned In India)করে দিয়েছে। শুধু সম্প্রচারই নয়, পিএসএল সম্পর্কিত যাবতীয় তথ্য তাদের ওয়েবসাইট ও অ্যাপ থেকেও সরিয়ে ফেলা হয়েছে। ক্রিকেটভিত্তিক বিশ্বস্ত সংবাদমাধ্যম ক্রিকবাজ নিশ্চিত করেছে এই খবর।

কারাবাসেও ‘প্রেমের অধিকার’: ইতালির জেলে তৈরি হল ‘মিলন কক্ষ’, ইতিহাসে প্রথম আইনি অনুমোদন

ভারতের সড়ক গুলিতে প্রতি ৩ মিনিটে একজনের প্রাণহানি, কেন?

এমন সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে ধরা হচ্ছে সাম্প্রতিক পহেলগাম হামলাকে। সেখানে ভারতীয় সেনাবাহিনীর উপর চালানো হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠনগুলোকেই দায়ী করা হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতেই ভারতের বিভিন্ন মহলে পাকিস্তানবিরোধী মনোভাব আরও তীব্র হয়ে উঠেছে। যার সরাসরি প্রতিফলন দেখা গেল ক্রিকেট এবং সম্প্রচারে।

ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে, তারা পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না। বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা এক বিবৃতিতে বলেন, “আমরা আক্রান্তদের পাশে রয়েছি এবং এই ঘটনায় গভীরভাবে শোকাহত। আমাদের সরকার যে সিদ্ধান্ত নেবে, আমরা ক্রিকেট বোর্ড হিসেবে সেই পথেই চলবো।”

পিএসএল (PSL Banned In India) গত কয়েক বছরে ভারতের তরুণ ক্রিকেটভক্তদের মধ্যেও জনপ্রিয় হয়ে উঠেছিল, বিশেষ করে টি-টোয়েন্টির দ্রুতগতির ক্রিকেট ও বিদেশি তারকাদের উপস্থিতির কারণে। কিন্তু কূটনৈতিক টানাপোড়েন ও সাম্প্রতিক সহিংসতার জেরে এবার সেই পথও বন্ধ হয়ে গেল।

এদিকে ফ্যানকোডের আচমকা এই সিদ্ধান্তে বিভ্রান্ত হয়েছে অনেক দর্শক। কেউ কেউ অভিযোগ করেছেন, তারা পেইড সাবস্ক্রিপশন নিয়েও নির্ধারিত ম্যাচ দেখতে পারছেন না, এবং আগাম কোনো নোটিশও দেওয়া হয়নি। তবে এখন পর্যন্ত ফ্যানকোডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি।

বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু একটি সম্প্রচার বন্ধ নয়, বরং দুই দেশের ক্রিকেট ও কূটনীতির মধ্যে চিরে যাওয়া সম্পর্কের নতুন দৃষ্টান্ত। খেলাকে অনেকসময় ‘রাজনৈতিক সীমারেখার বাইরের’ ব্যাপার বলা হলেও, দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে রাজনীতি এবং খেলা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

এই পরিস্থিতি কতদিন স্থায়ী হবে, কিংবা ভবিষ্যতে পিএসএল (PSL Banned In India) আবার ভারতের দর্শকদের কাছে ফিরে আসবে কি না, তা সময়ই বলবে। তবে আপাতত, কাশ্মীরের রক্তাক্ত হামলার ছায়া পড়েছে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর একটির উপর।

#PSLBannedInIndia #FanCode #KashmirAttack #IndiaVsPakistan #NoMorePSL #CloudTVNews #CricketPolitics

আরও পড়ুন :

মোহাম্মদ আমিরের আইপিএল খেলার স্বপ্ন: ব্রিটিশ পাসপোর্ট নিয়ে মাঠে নামার পরিকল্পনা

আর কোনও প্রিমিয়ারে নয়: স্পষ্ট সিদ্ধান্তে স্বস্তিকা মুখোপাধ্যায়

ad

আরও পড়ুন: