প্রয়াত নকশাল আন্দোলনের অন্যতম পুরোধা আজিজুল হক

“বামপন্থার অগ্নিপথ বেয়ে উঠে আসা এক সংগ্রামী কণ্ঠ আজ নীরব। আজিজুল হক শুধু এক রাজনীতিক নন, তিনি ইতিহাসের এক জীবন্ত চরিত্র। তাঁর জীবন, সংগ্রাম, নিপীড়ন এবং পুনর্জাগরণের গল্প বাংলার রাজনৈতিক মানচিত্রে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”