পিছিয়ে যাচ্ছে রিংকু–প্রিয়ার বিয়ে, নতুন তারিখ ২০২৬–র ফেব্রুয়ারিতে?

ভারতীয় ক্রিকেটার রিংকু সিং ও সমাজবাদী পার্টির নবনির্বাচিত এমপি প্রিয়া সরোজের বহুল আলোচিত বিয়েটি আপাতত পিছিয়ে যাচ্ছে। সূচির চাপের কারণেই পিছোল বিয়ের তারিখ, নতুন করে দিন ঠিক হতে পারে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে।