সংঘশক্তি নয়, কৌশল ও বুদ্ধিবৃত্তিক রাজনীতির দিকে ঝুঁকছে দল, শমীকের শহুরে বুদ্ধিজীবী ইমেজেই বাজিমাত করতে চাইছে বিজেপি

দাপুটে বিজেপি সভাপতির সময়ে তিনি দলে ছিলেন কোণঠাসা , সেই তাঁর হাতেই এখন রাজ্যের ভার। শমীকের র শহুরে, শিক্ষিত এবং “ভদ্রলোক” মুখ কি পারবে দল যে ইমেজ সংকটে পড়েছে, তা কাটাতে সহায়ক হতে। শুভেন্দু অধিকারীর মত আক্রমণাত্মক নেতার পাশে শমীকের ভারসাম্যপূর্ণ অবস্থান দলের জন্য উপকারী।