রুপালি পর্দা থেকে মুখ্যমন্ত্রীর চেয়ার — ইতিহাস গড়েছেন যারা

ভারতের ইতিহাসে রূপালি পর্দার তারকারা শুধু বিনোদনেই সীমাবদ্ধ থাকেননি। কয়েকজন সরাসরি রাজনীতির শীর্ষ আসনে উঠে মুখ্যমন্ত্রী হয়েছেন। এম. জি. আর, জয়ললিতা, এন. টি. আর কিংবা ভাগবন্ত মান এই ইতিহাসের উজ্জ্বল উদাহরণ। এবার সেই কাতারে নাম লেখাতে চাইছেন থালাপতি বিজয়।