Breaking News

শুভেন্দু অধিকারী সাসপেন্ড

“আমাকে আবারও সাসপেন্ড করা হয়েছে। সেনার হয়ে বলার জন্য সাসপেন্ড হতে হয়েছে। আমি সেনার জন্য গর্ব অনুভব করি।” : শুভেন্দু

মেয়ো রোডে সেনার মঞ্চ ভাঙার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হলো বিধানসভা। সেনার সমর্থনে স্লোগান তোলায় ফের সাসপেন্ড শুভেন্দু অধিকারী। বয়কট করলেন বিজেপি বিধায়করা।

উত্তাল বিধানসভা, ফের সাসপেন্ড শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারী সাসপেন্ড

ক্লাউড টিভি ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধানসভায় ফের রাজনৈতিক অস্থিরতা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মঙ্গলবার সাসপেন্ড করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এর প্রতিবাদে বয়কট করলেন বিজেপি বিধায়করা।

ঘটনার সূত্রপাত সোমবারের মেয়ো রোডে। সেখানে সেনাবাহিনী তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে ফেলে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় রাজনৈতিক মহলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিজেপির বিরুদ্ধে সেনাকে ব্যবহার করার অভিযোগ করেন। তিনি বলেন, “ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে দেওয়া বাংলার মানুষ ও ইতিহাসের প্রতি অপমান।”

মঙ্গলবার বিধানসভায় এ প্রসঙ্গ উঠতেই তৃণমূল বিধায়করা ক্ষোভ প্রকাশ করেন। সেই সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেনার সমর্থনে স্লোগান তুলতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাতেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন।

বিধানসভা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “আমাকে আবারও সাসপেন্ড করা হয়েছে। সেনার হয়ে বলার জন্য সাসপেন্ড হতে হয়েছে। আমি সেনার জন্য গর্ব অনুভব করি।”

লোকসভায় শূন্য, বিধানসভায় শূন্যের পরে এবারে রাজ্যসভায়ও শূন্য হবে সিপিএম!

মহারাষ্ট্রে যে ‘মোদিবিহীন’ ফর্মুলা কার্যকর হয়েছে, বাংলার ক্ষেত্রেও কি তেমনই ভাবছে গেরুয়া বাহিনী?

অন্যদিকে তৃণমূলের দাবি, বিজেপি সেনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। তৃণমূল বিধায়কদের বক্তব্য, বিরোধী দলনেতার আচরণ বিধানসভার মর্যাদা নষ্ট করেছে।

প্রতিবাদে বিজেপি বিধায়করা একযোগে বিধানসভা বয়কট করেন। তাদের দাবি, সেনার নামে স্লোগান তোলা অপরাধ নয়, বরং সেনার সম্মান রক্ষাই তাঁদের কর্তব্য।

রাজনৈতিক মহলের মতে, এই ঘটনায় রাজ্যের শাসক-বিরোধী দ্বন্দ্ব আরও তীব্র রূপ নিল। একদিকে তৃণমূল সেনা ব্যবহারের অভিযোগ তুলছে বিজেপির বিরুদ্ধে, অন্যদিকে বিজেপি সেনার সম্মান রক্ষার দাবি তুলে আক্রমণ করছে শাসক দলকে।

আরও পড়ুন :

বিশ্বকাপের ৫ মাস আগে টি-টোয়েন্টি ছাড়লেন স্টার্ক

শিশু পর্নোগ্রাফি রাখার দায়ে প্রাক্তন ডেনিশ মন্ত্রীর কারাদণ্ড

ad

আরও পড়ুন: