“আমাকে আবারও সাসপেন্ড করা হয়েছে। সেনার হয়ে বলার জন্য সাসপেন্ড হতে হয়েছে। আমি সেনার জন্য গর্ব অনুভব করি।” : শুভেন্দু

মেয়ো রোডে সেনার মঞ্চ ভাঙার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হলো বিধানসভা। সেনার সমর্থনে স্লোগান তোলায় ফের সাসপেন্ড শুভেন্দু অধিকারী। বয়কট করলেন বিজেপি বিধায়করা।