Suvendu on SSC Verdict
ক্লাউড টিভি ডেস্ক : এসএসসি রায় নিয়ে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের পরই পাল্টা সাংবাদিক বৈঠকে মমতাকে নিশানা শুভেন্দু অধিকারীর (Suvendu on SSC Verdict)। তাঁর কথায়, “এসএসসিকে দিয়ে যোগ্য অযোগ্য বাছাই করেননি মুখ্যমন্ত্রী। তার জন্যেই ২৫ হাজার ৭৫২ জনের চাকরি গেল। ব্রাত্য বসুর জমানায় হয়নি। ২০১৩ সালে পার্থকে শিক্ষা দফতর দেওয়ার পরেই এসব হয়েছে। অভিজিৎ গাঙ্গুলি, সুকান্ত মজুমদারদের আক্রমণ করছেন। অথচ অভিজিৎ গাঙ্গুলির রায়েই এত বড় দুর্নীতি উঠে এসেছিল। রাজ্য সরকারের ২৫ লাখি আইনজীবী যদি যোগ্য অযোগ্য তালিকা ফেলে দিতেন, তাহলে সুপ্রিম কোর্ট ২৬ হাজারের নিয়োগ বাতিল করত না।”
সর্বোচ্চ স্তর থেকে দুর্নীতি হয়েছে বলে দাবি শুভেন্দুর (Suvendu on SSC Verdict)। তিনি বলেন, “মণীশ জৈন পুরো পরিকল্পনাকে পেপার বানিয়ে ভাইপোর ঘনিষ্ঠ আইনজীবীকে দিয়ে নোট করিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অনুমোদন সম্ভব নয়। অতিরিক্ত শূন্যপদ তৈরি করার জন্য ও সিবিআই তদন্ত আটকানোর জন্য রাজ্য সরকার মরিয়া ছিল। সুপারনিউমেরারী পদ তৈরির জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ৮ তারিখ নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী। সুপার নিউমেরারী পদ নিয়ে সুপ্রিম কোর্টের রায় সেদিন। সিবিআই জেলে ঢোকাতে বাধ্য হবে।”
বিরোধী দলনেতা আরও জানান, বিজেপি ইতিমধ্যেই আন্দোলন শুরু করেছে। আগামিকালও রাজ্যজুড়ে সর্বত্র মানুষের অসুবিধা না করে আন্দোলন হবে। আন্দোলনের তীব্রতা বাড়বে বলে হুঁশিয়ারি বিরোধী দলনেতার। রামনবমীর পর কলকাতায় পথে নেমে মিছিল ও নবান্ন অভিযানের ঘোষণা শুভেন্দুর। সিবিআইকেও কুর্নিশ জানান বিরোধী দলনেতা। বলেন, “ওএমআর পুড়িয়ে দেওয়ার পরও সিবিআই তা উদ্ধার করেছে। ছাব্বিশে বিজেপি এলে যোগ্যদের নিয়ে কোর্টে যাবে।” এরপরই মমতাকে শুভেন্দুর সরাসরি হুঁশিয়ারি, “আপনার শেষ পরিণতি জেলেই। ভাইপোরও।
আগামী ৭ এপ্রিল চাকরিহারাদের সঙ্গে দেখা করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এদিন সেই নিয়েও মমতাকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতা বলেন, ৭ তারিখ কী কথা বলবেন মুখ্যমন্ত্রী? যা সর্বনাশ করার তিনি করেছেন। আর কী বলবেন উনি? তৃণমূলের ইলেকটোরাল বন্ডে ১৬০০ কোটি টাকা আছে, সাদা টাকা, কালো টাকা তো ছেড়ে দিলাম। চাকরিহারাদের টাকা দিতে হবে। চিটফান্ডে সরাসরি যুক্ত থাকায় সারদার পর যেমন বিভিন্ন চ্যানেলকে টাকা দিয়েছেন, তেমন ত্রাণ তহবিল থেকে বেতন দেবেন।” মমতাকে চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু।
আরও পড়ুন:
পতৌদি ট্রফিকে অবসরে পাঠানোর চিন্তা করছে ইসিবি, হতাশ শর্মিলা ঠাকুর
Manipur Presidential Rule : মণিপুর ইস্যু নিয়ে আলোচনার সময় সংসদে অনুপস্থিত রাহুল গান্ধি !
Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS