Breaking News

Tendulkar Shakib Removed

পাঠ্যপুস্তক থেকে বাদ সাকিব-টেন্ডুলকার

বাংলাদেশের সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান, বং ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের নাম

Tendulkar Shakib Removed from Bangladesh school syllabus

Tendulkar Shakib Removed

ক্লাউড টিভি ডেক্স : বাংলাদেশের সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান, বাংলাদেশেরই কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন এবং ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের নাম (Tendulkar Shakib Removed)। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে জাতীয় পাঠ্যক্রমের সপ্তম শ্রেণীর ‘ইংলিশ ফর টুডে’ বইতে খেলাধুলো বিষয়ক অধ্যায়ে এই পরিবর্তন আনা হয়েছে।

২০১৩ সালে সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ে ‘গেইমস এন্ড স্পোর্টস’ বিষয়ে বিশ্বের আট বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বের অধ্যায় যুক্ত করা হয়। সেই তালিকায় ছিলেন- ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে, আর্জেন্টিনার মহানায়ক দিয়াগো ম্যারাদোনা, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা, ভারতের মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার, যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, বাংলাদেশের পর্বতারোহী নিশাত মুজমদার, সাকিব আল হাসান ও কাজী সালাউদ্দিন।

x (twitter) – https://x.com/cloudTV_NEWS

এবার নতুন পাঠ্যক্রমে সাকিব-সালাউদ্দিন আর টেন্ডুলকারের জায়গায় (Tendulkar Shakib Removed) যুক্ত করা হয়েছে ফুটবলার জামাল ভূঁইয়া, মহিলা ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও দাবাড়ু রানী হামিদের নাম।

x (twitter) – https://x.com/cloudTV_NEWS

পাঠ্যবইয়ে সাকিব ও কাজী সালাউদ্দিনকে নিয়ে আলাদা একটা অধ্যায়ও ছিল, সেটাও বাদ দেওয়া হয়েছে। টানা চারবারের বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন রাজনীতিতে জড়িত না হলেও শেখ পরিবারের সঙ্গে তার ঘনিষ্টতা ছিল বলে তার নাম পাঠ্যপুস্তক থেকে তুলে নেয়া হয়েছে (Tendulkar Shakib Removed)।

আর কখনও সাদাদের সাথে নাও খেলতে পারেন রোহিত শর্মা (Rohit Sharma): সূত্র

ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহর বিরুদ্ধে স্যান্ডপেপার কেলেঙ্কারির সন্দেহ দানা বেঁধেছে

ad

আরও পড়ুন: