Breaking News

CentralForcesInMurshidabad

কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের, উত্তপ্ত এলাকা শান্ত রাখতে কড়া পদক্ষেপ

সাধারণ মানুষের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে আজ কলকাতা হাইকোর্ট এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিল

CentralForcesInMurshidabad: Urgent Deployment Needed %%page%% %%sep%% %%sitename%%

CentralForcesInMurshidabad

ক্লাউড টিভি ডেস্ক : ওয়াকফ আইনের প্রতিবাদকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে উত্তেজনা। বিশেষ করে মুর্শিদাবাদের সুতি ও সামসেরগঞ্জ এলাকায় পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে। সাধারণ মানুষের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে আজ কলকাতা হাইকোর্ট এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিল (CentralForcesInMurshidabad)। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ওই সমস্ত উত্তপ্ত এলাকায় অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে।

শনিবার বিকেল সাড়ে চারটেয় বিচারপতি সৌমেন সেন ও রাজা বসু চৌধুরীর নেতৃত্বাধীন স্পেশাল বেঞ্চ এই রায় ঘোষণা করে। বেঞ্চ জানায়, রাজ্যের পুলিশ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে বলে মনে হচ্ছে। তাই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি অত্যাবশ্যক (CentralForcesInMurshidabad)। রাজ্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।

ওয়াকফ বিরোধী বিক্ষোভে উত্তাল মুর্শিদাবাদ, প্রাণহানিতে শোকের ছায়া

তিলক নিয়ে বিতর্কিত মন্তব্য তামিলনাড়ুর মন্ত্রীর, দলীয় পদ থেকে সরিয়ে কড়া বার্তা স্ট্যালিন সরকারের

সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই ওয়াকফ সংশোধনী আইন ঘিরে একাধিক এলাকায় প্রতিবাদ-বিক্ষোভ চলছে। কোথাও বিক্ষোভ মিছিল, কোথাও আবার উত্তপ্ত হয়ে উঠেছে জনতা-পুলিশ সংঘর্ষ। পরিস্থিতির জেরে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। এমন অবস্থায় হাইকোর্টের হস্তক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।

বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দেয়, “আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়। সে ক্ষেত্রে আদালতের দায়িত্ব হয়, নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা।”

আদালতের এই নির্দেশের পরই প্রশাসনের তরফে তৎপরতা শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে ইতিমধ্যেই প্রয়োজনীয় বাহিনী পাঠানোর জন্য চিঠি পাঠানো হয়েছে। রাজ্যের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি শান্ত রাখতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একাধিক রাজনৈতিক দলের তরফ থেকেও এই বিষয়ে মত প্রকাশ করা হয়েছে। একাংশের দাবি, সরকারের গাফিলতির কারণেই আজ এমন পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে, রাজ্য সরকারের তরফে দাবি করা হয়েছে, কিছু ‘বিভ্রান্তিমূলক প্রচার’ ও ‘উস্কানিমূলক কার্যকলাপ’-এর ফলেই উত্তেজনা ছড়িয়েছে।

তবে যাই হোক, হাইকোর্টের এই নির্দেশে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা সময়ই বলবে। আপাতত সব নজর এখন প্রশাসনের পদক্ষেপ ও কেন্দ্রীয় বাহিনীর (CentralForcesInMurshidabad) ভূমিকার দিকে।

#HighCourtOrder #CentralForcesInMurshidabad #WaqfProtest

 

আরও পড়ুন :

আজ হনুমান জয়ন্তী হনুমান জির প্রিয় এই পাঁচ প্রসাদ, মানলেই ঘরে আসবে সুখ ও শান্তি

চাকরিহারা শিক্ষককে লাথি: বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসআই রিটন, সামনে এল পুরনো কীর্তি

ad

আরও পড়ুন: