শিরার সমস্যায় ভুগছেন ট্রাম্প, হোয়াইট হাউসের বিবৃতিতে স্বাস্থ্য জল্পনার অবসান

সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের ফোলা পা ও হাতে রক্তাক্ত দাগের ছবি ঘিরে জনমনে উদ্বেগ তৈরি হয়েছিল। হোয়াইট হাউস জানিয়েছে, তিনি শিরার রক্ত চলাচলের সমস্যা ‘ভেনাস ইনসাফিসিয়েন্সি’-তে ভুগছেন, যা বয়সজনিত এবং চিকিৎসাধীন। গুরুতর কোনও জটিলতা নেই, তিনি স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন।