Breaking News

Truth Social Modi

India-US Ties: ট্রাম্পের সোশ্যাল মিডিয়ায় হাজির মোদি, হুড়হুড়িয়ে বাড়ছে Truth Social এর জনপ্রিয়তা

ফেসবুক-ট্যুইটারের পর এইবার ট্রুথ সোশ্যাল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে ফেললেন নরেন্দ্র মোদি

Truth Social Modi Joins the Social Media Scene %%page%% %%sep%% %%sitename%%

truth social modi

ক্লাউড টিভি ডেস্ক :  ফেসবুক-ট্যুইটারের পর এইবার ট্রুথ সোশ্যাল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে ফেললেন নরেন্দ্র মোদি (Truth Social Modi)। এখনও অবধি ২৪ ঘন্টাও পেরোয়নি, তাতেই ফলোয়ার সং্খ্যা ২৫ হাজারের বেশি পেরিয়েছে ভারতীয় প্রধানমন্ত্রীর। তাৎপর্যপূর্ণভাবে মাত্র দু’টি অ্যাকাউন্টকেই ফলো করেছেন মোদি৷ প্রথমজন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দ্বিতীয়জন মার্কিন উপরাষ্ট্রপতি জে ডি ভান্স৷

Modi on Truth Social
Modi on Truth Social

গত নভেম্বরের মার্কিন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই প্ল্যাটফর্মটি(Truth Social Modi)। বলা যেতে পারে, রিপাবলিকানদের ন্যারেটিভ তৈরি এবং তা ছড়িয়ে দেওয়ার মাধ্যম হিসেবে কাজ করেছিল এই প্ল্যাটফর্ম। ট্রাম্প-ভান্স দু’জনকেই সক্রিয় দেখা গিয়েছিল এই প্ল্যাটফর্মে।
মার্কিন পডকাস্টার মোদীর সাক্ষাৎকার নেওয়ার আগে করলেন ৪৫ ঘণ্টা উপোস! কে এই লেক্স ফ্রিডম্যান?

স্বরা ভাস্করের মেয়ে কোন ধর্মের পথে? খোলাখুলি জানালেন অভিনেত্রী

ট্রুথ সোশ্যালে এসেই নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লেক্সনের সঙ্গে গুরুদোয়ারা যাওয়ার ছবি পোস্ট করেন প্রধানমন্ত্রী । এখনও অবধি সেই পোস্ট ১৭৮ বার রি-শেয়ার করা হয়েছে। এমনিতেই জানুয়ারিতে হোয়াইট হাউসে ট্রাম্পের শপথগ্রহণের পর অন্যমাত্রা পেয়েছে ভারত-মার্কিন সম্পর্ক। এমন আবহে মোদির এই প্ল্যাটফর্মে আগমন দীর্ঘমেয়াদি বন্ধুত্বেরই আভাস দিচ্ছে বলে মত বিশেষজ্ঞদের৷

উল্লেখ্য, মোদির অ্যাকাউন্ট খোলার দিনই প্ল্যাটফর্মটিতে (Truth Social Modi) গ্রুপ সংক্রান্ত বেশ কিছু ক্ষেত্রে আপডেট আনে ট্রাম্পের সংস্থা। প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয়, এবার থেকে নতুন গ্রুপ খুঁজে পাওয়া আরও সহজ হয়ে যাবে ব্যবহারকারীদের জন্য। তাছাড়া গ্রুপের চালকরা যাতে সহজেই ভুয়ো অ্যাকাউন্ট চিহ্নিত করতে পারেন, তার বন্দোবস্তও করেছে সংস্থাটি।

Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS

ad

আরও পড়ুন: