USA Travel Ban
ক্লাউড টিভি ডেস্ক : বিশ্বের ৪৩টি দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন (USA Travel Ban)। ট্রাম্পের প্রথম মেয়াদেও এমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তবে এবারের নিষেধাজ্ঞা আগের চেয়ে বেশি বিস্তৃত হবে।
ট্রাম্প প্রশাসন জানিয়েছে, এই সংক্রান্ত একটি খসড়া তালিকা তৈরি করা হয়েছে। চূড়ান্ত প্রস্তাবে কিছু পরিবর্তন আসতে পারে।
১১টি দেশকে ‘লাল’ তালিকায় রাখা হয়েছে:
খসড়া প্রস্তাবে ৪৩টি দেশের মধ্যে ১১টি দেশকে ‘লাল’ তালিকায় রাখা হয়েছে। লাল তালিকার মানে হল এসব দেশের নাগরিকরা কোনোভাবেই যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন না। এই দেশগুলো হলো- আফগানিস্তান, ভুটান, কিউবা, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা ও ইয়েমেন।
১০টি দেশকে ‘কমলা’ তালিকায় রাখা হয়েছে:
কমলা তালিকার মানে হলো, এইসব দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি থাকবে। কমলা তালিকায় থাকা এই ১০টি দেশ হলো- বেলারুশ, ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার, পাকিস্তান, রাশিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ সুদান ও তুর্কমেনিস্তান।
India-US Ties: ট্রাম্পের সোশ্যাল মিডিয়ায় হাজির মোদি, হুড়হুড়িয়ে বাড়ছে Truth Social এর জনপ্রিয়তা
খেলোয়াড়ের মৃত্যুতে নীরবতা পালন প্রকাশ করার পর ক্লাব জানতে পারলো খেলোয়াটি মারা যায়নি!
২২টি দেশকে ‘হলুদ’ তালিকায় রাখা হয়েছে:
এই তালিকায় থাকা ২২টি দেশকে তাদের ত্রুটি সংশোধনের জন্য ৬০ দিন সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে তারা যদি ত্রুটি কাটিয়ে উঠতে না পারে, তবে তাদের লাল বা কমলা তালিকার অন্তর্ভুক্ত করা হবে। এই তালিকায় আছে- অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, বেনিন, বুরকিনা ফাসো, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, চাদ, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, ডমিনিকা, ইকুয়েটোরিয়াল গিনি, গাম্বিয়া, লাইবেরিয়া, মালাউই, মালি, মৌরিতানিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সাও তোমে অ্যান্ড প্রিন্সিপে, ভানুয়াতু ও জিম্বাবুয়ে।
প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে ট্রাম্প প্রথমে দুটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা (USA Travel Ban) কার্যকর করতে চাইলে আদালত তাতে বাধা দিয়েছিল। তবে পরে সুপ্রিম কোর্ট একটি পুনর্লিখিত নিষেধাজ্ঞা জারির জন্য ট্রাম্প প্রশাসনকে অনুমতি দিয়েছিল। প্রথমে আটটি দেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এরমধ্যে ছ’টি দেশই ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ। পরে তালিকাটি আরো বিস্তৃত হয়। ২০২১ সালে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই ট্রাম্পের আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করে ছিলেন ।
Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS