Breaking News

SIR VoterList Update 2025

রাজ্যে SIR হলে কোন বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না: সিইও

রাজ্যে শীঘ্রই শুরু হতে চলেছে এস আই আর (Summary Revision of Electoral Roll) প্রক্রিয়া। কোলাঘাটে বৈঠকের পর মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল স্পষ্ট জানালেন—এই প্রক্রিয়ায় কোনো বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না।

SIR VoterList Update 2025 : SIR হলে বৈধ ভোটারের নাম বাদ যাবে না

SIR VoterList Update 2025

ক্লাউড টিভি ডেস্ক : পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের প্রস্তুতি তুঙ্গে। রাজ্যে এস আই আর (Summary Revision of Electoral Roll) শুরুর আগে পুরো প্রক্রিয়া পর্যালোচনায় এসে গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেলেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদল। দুদিনের সফরে রাজ্যে ছিলেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীসহ চার সদস্যের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার কোলাঘাটে বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক শেষে তারা পরিষ্কার জানিয়ে দেন—এস আই আর প্রক্রিয়ায় কোনো বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না।

দু’দফায় আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস, অরিন্দম নিয়োগী, যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক কাকলি মুখোপাধ্যায় এবং ডেপুটি মুখ্য নির্বাচনী আধিকারিক সুমন্ত রায়। বৈঠকে জেলার জেলাশাসক, পুলিশ সুপার, ইলেকশন অফিসার (ERO), সহকারী ইলেকশন অফিসার (AERO), ওসি ইলেকশনসহ একাধিক প্রশাসনিক আধিকারিকও উপস্থিত ছিলেন।

বৈঠকের পর মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেন, “রাজ্যে এস আই আর হলে কোনো বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। কমিশনের নির্দেশ অনুযায়ী পুরো প্রক্রিয়া স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন করা হবে।”

“বঙ্গের ভোটার লিস্টে ১ কোটিরও বেশি ভুয়ো ভোটার”, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

বিহারে প্রকাশিত খসড়া ভোটার তালিকা, কোন রাজনৈতিক দলের আপত্তি নেই: জানাল নির্বাচন কমিশন

এদিনের বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় বুথ লেভেল অফিসারদের (BLO) ভূমিকার ওপর। কারণ, ভোটার তালিকা সংশোধনের মূল দায়িত্ব তাঁদের হাতেই। BLO-দের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন কমিশনের প্রতিনিধিরা। তাঁদের প্রশ্ন ও উদ্বেগের উত্তর দেন কর্মকর্তারা।

উল্লেখ্য, সম্প্রতি বিহারে সফলভাবে সম্পন্ন হয়েছে এস আই আর প্রক্রিয়া। একই মডেল অনুসরণ করে পশ্চিমবঙ্গসহ দেশের অন্যান্য রাজ্যেও ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী বৈঠকে স্পষ্ট বার্তা দেন, “নির্বাচন কমিশনের নির্দেশই চূড়ান্ত। রাজ্য প্রশাসন ও সংশ্লিষ্ট আধিকারিকদের সেই নির্দেশ মেনে চলতে হবে। কেউ নির্দেশ অমান্য করলে কমিশন আইনানুগ ব্যবস্থা নেবে।”

এছাড়া, বুথ লেভেল অফিসারদের নিরাপত্তা নিয়েও আলোচনা হয় বৈঠকে। পঞ্চায়েত ও বিধানসভা ভোটের সময় বহু BLO কর্মী রাজনৈতিক সন্ত্রাস ও প্রাণহানির আশঙ্কায় ছিলেন। তাঁদের সেই প্রশ্নের জবাবে জ্ঞানেশ ভারতী বলেন, “নিরাপত্তা ও আইনশৃঙ্খলার দায়িত্ব রাজ্য সরকারের। তবে নির্বাচন কমিশনও প্রতিমুহূর্তে বিষয়টি পর্যবেক্ষণ করছে।”

রাজ্যে নির্বাচনী প্রস্তুতি পর্যালোচনার পর প্রতিনিধিদল বৃহস্পতিবারই দিল্লি ফিরে যান। যদিও এখনো ঘোষণা হয়নি ঠিক কবে থেকে পশ্চিমবঙ্গে শুরু হবে ভোটার তালিকা সংশোধনের কাজ। তবে কমিশন সূত্রে খবর, চলতি মাসেই এস আই আর সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হতে পারে।

নির্বাচন পর্যবেক্ষক মহলের মতে, এ বছর এই প্রক্রিয়া যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ এটি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে প্রভাবিত করবে। তাই প্রশাসন ও নির্বাচন কমিশনের মধ্যে সমন্বয় বজায় রেখে স্বচ্ছভাবে কাজ সম্পন্ন করাই এখন বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন :

পরকীয়ার অভিযোগে মুখ খুললেন যুজবেন্দ্র চাহাল

১৯৮৪ সালের কুখ্যাত কোপা দেল রে ফাইনালের ম্যারাডোনার ছেঁড়া জার্সি এবার নিলামে

ad

আরও পড়ুন: