রাজ্যে SIR হলে কোন বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না: সিইও

রাজ্যে শীঘ্রই শুরু হতে চলেছে এস আই আর (Summary Revision of Electoral Roll) প্রক্রিয়া। কোলাঘাটে বৈঠকের পর মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল স্পষ্ট জানালেন—এই প্রক্রিয়ায় কোনো বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না।